ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় সামাজিক মাধ্যম তোলপাড়। অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। কেউ কেউ প্রকাশ করছেন ক্ষোভ।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে ফারিয়াকে। দেওয়া হয়েছে কারাগারে পাঠানোর আদেশ। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।
এদিকে যে অপরাধে ফারিয়ার সঙ্গে এই আচরণ ওই হত্যাকাণ্ডের সময় দেশেই ছিলেন না তিনি। মামলার বিবরণীতে দেখানো হয়েছে হত্যাচেষ্টা মামলার সময়কাল গত বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট। ওই সময় অভিনেত্রী ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায়।
বিজ্ঞাপন
পাশাপাশি জুলাই বিপ্লবে ছাত্র জনতার পক্ষেও সরব ছিলেন ফারিয়া। সামাজিক মাধ্যমে একাধিক পোস্টও করেছেন তিনি। ২০২৪ সালের ১৯ জুলাই নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘২ দিন হয়ে গেল, বাংলাদেশে ইন্টারনেট নেই। দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। আমরা কি সত্যিই আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি না? এটা এত কঠিন কেন? খুব অসহায় বোধ করছি।’
এরপর ২৩ জুলাই ফেসবুকে ফারিয়া লেখেন, ‘৬ দিন হয়ে গেল আমার বাবা-মায়ের সাথে কথা বলিনি। আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না। কিন্তু আমি আমার সহকর্মী ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি। সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি।’
গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ফারিয়াকে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখান হয়েছে।

