বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে তাকে এজলাসে তোলা হলে ভাটারা থানা তদন্ত কর্মকর্তা এ মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিনেত্রীকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
বিজ্ঞাপন
এদিকে আসামি পক্ষের আইনজীবীরা ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অভিনেত্রীকে কারাগারে আটক রাখার আদেশ দেন। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘নুসরাত ফারিয়া একজন ফ্যাসিস্টের সহযোগী। গুম, খুন, গণহত্যাসহ নানা অপকর্মে হাসিনাকে বিভিন্নভাবে সহায়তা করেছে নুসরাতের মতো কিছু অভিনেতা-অভিনেত্রী। তার বিষয়ে আরও তদন্ত করা হবে। তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন তাই তাকে গ্রেফতার করা হয়েছে।’
যে মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া
এর আগে গতকাল রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানা এলাকায় হওয়া এনামুল হককে হত্যাচেষ্টা মামলায় আসামি অভিনেত্রী ফারিয়া। অভিনেত্রী ছাড়াও শোবিজের আরও ১৬ জন তারকাকে এ মামলায় আসামি করা হয়।
বিজ্ঞাপন
ইএইচ/

