রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মনু মিয়াকে ঘোড়া কিনে দিতে চান খায়রুল বাসার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

মনু মিয়াকে ঘোড়া কিনে দিতে চান খায়রুল বাসার

কিশোরগঞ্জে কবর তৈরির কারিগর মনু মিয়া। কবর খননের কাজ করে জীবনের সুদীর্ঘ ৪৯টি বছর পার করে দিয়েছেন। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর। 

গোরখোদক হিসেবে এলাকায় বেশ পরিচিত। এর অন্যতম কারণ, কবর খননের কাজ করে কোনো পারিশ্রমিক বা বকশিশ নেন না। কারও মৃত্যুসংবাদ কানে আসামাত্রই খুন্তি, কোদালসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে। দূর-দূরান্তে কবর খনন করতে যাওয়ার জন্য তার একমাত্র সঙ্গী লাল রঙের ঘোড়া। কিন্তু সেই ঘোড়াটি আর জীবিত নেই।  দুষ্কৃতকারীরা ঘোড়াটি হত্যা করেছেন। 


বিজ্ঞাপন


494698054_1212049520927868_2884342931542054691_n

বাঁধনকে অ্যাসিড মারতে চাওয়া হয়েছিল, খায়রুল বাশার পেয়েছিলেন হুমকি

গোরখোদক মনু মিয়ার ঘোড়াটি হত্যার খবর ছুঁয়ে গেছে ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসারকেও। আজ সোমবার (১৯ মে) একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই।’

492200069_1205583091574511_6778538075132180721_n


বিজ্ঞাপন


এখানেই শেষ তিনি যোগ করেন, ‘ঘোড়া কিনে দেওয়ার বিনিময়ে আমার কবর খোঁড়া পর্যন্ত আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন। কেউ যদি মনু মিয়ার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারেন কৃতজ্ঞ থাকব।’  

জাহান সুলতানার 'বসন্তবৌরি'তে তানজিন তিশা-খায়রুল বাসার

গত ১৪ মে থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে মনু মিয়া। তার অনুপস্থিতিতে অভিভাবকশূন্য হয়ে পড়ে ঘোড়াটি। গত শুক্রবার সকালে মিঠামইন উপজেলার হাশিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। 

হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা ঘোড়াটি হত্যার কথা গোপন রাখেন। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর