দেশে নারী নাট্যকারের সংখ্যা তুলনামূলকভাবে কম। যেকজন আছেন তার মধ্যে অন্যতম জাহান সুলতানা। তার লেখা নাটক, ওয়েব কনটেন্ট তুমুল সমাদর পেয়েছে দেশ ও দেশের বাইরের বাংলা ভাষাভাষীদের কাছে।
এবার বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে আসছে তার লেখায় নির্মিত নাটক ‘বসন্তবৌরি’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা-খায়রুল বাশার। এটি নির্মাণ করেছেন মিশুক মিঠু। KS entertainment Youtube চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।
বিজ্ঞাপন
‘বসন্তবৌরি প্রসঙ্গে জাহান সুলতানা বলেন, ‘নাটকটি আমার খুব প্রিয় একটি গল্প অবলম্বনে লিখেছিলাম। স্নিগ্ধ, ছিমছাম একটি গল্প। বসন্তের তাজা সুবাস, বন্ধুত্ব আর প্রথম প্রেম এই গল্পের উপজীব্য বিষয়। দর্শকরা আশা করি পছন্দ করবেন। ভ্যালেন্টাইন ডেতে নাটকটি রিলিজ হবে আশা করছি।’
এদিকে জাহান সুলতানার গল্প ও চিত্রনাট্যে অবলম্বনে শিগগিরই একটি শর্টফিল্ম নির্মাণ হতে চলেছে। ‘নিয়ন আলোর প্রহর’ শিরোনামের সে খুদে ছবিটি পরিচালনা করছেন আবিদ সরকার সোহাগ ও রিফাত খান অনিক।
জাহান সুলতানার জনপ্রিয় ওয়েব কনটেন্ট ও নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘মায়াশালিক’, ‘অনন্যা’, ‘তিথিডোর’ প্রভৃতি।