রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ত্রোপচার করিয়ে নিতম্ব বড় করেছেন, যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

অস্ত্রোপচার করিয়ে নিতম্ব বড় করেছেন, যা বললেন অভিনেত্রী

শারীরিক সৌন্দর্য বৃদ্ধির জন্য আজকাল অনেকেই শুয়ে পড়েন ছুরি-কাঁচির নিচে। এই প্রবণতা বিনোদন অঙ্গনের মানুষজনের মধ্যে বেশি দেখা যায়। তবে চেহারায় কাঙ্ক্ষিত পরিবর্তন এনে সবাই প্রশংসিত হন না। কেউ হন কটাক্ষের শিকারও। 

অনন্যা পাণ্ডে-আদিত্যর ভিডিও ভাইরাল


বিজ্ঞাপন


এই যেমন ভারতীয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে। গুঞ্জন উঠেছে অস্ত্রোপচার করিয়ে নিতম্বের আকৃতি বৃদ্ধি করেছেন। ফলস্বরুপ সামাজিক মাধ্যমে তাকে সহ্য করতে হচ্ছে মুহুর্মুহু কটাক্ষ।  

Goulashing_in_Eastern_Europe_(62)

কৈশোর থেকেই চেহারার আকার নিয়ে নানা কটাক্ষ শুনেছেন অভিনেত্রী। কিন্তু সত্যিই কি নিতম্ব বড় করিয়েছেন অনন্যা? সম্প্রতি এক সাক্ষাৎকারে গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

তিনি বলেন, “তখন আমার ১৮-১৯ বছর বয়স। খুব হালকা আর রোগাটে ছিলাম। সেটা নিয়েও মশকরা করা হত। সাধারণ মানুষ আমাকে বলত, ‘আরে, তোমার পা দুটো মুরগির ঠ্যাং-এর মতো।’ কেউ আবার বলত, ‘তোমার চেহারাটা দেশলাইয়ের কাঠির মতো। তোমার তো স্তন বা নিতম্ব কোনওটাই নেই।’ এইসব বহু শুনেছি।”

486745685_18502365892040637_8859270632270982548_n

বয়স বৃদ্ধির সঙ্গে চেহারাতেও ভার এসেছে। তারপরেও নানা মন্তব্য শুনতে হচ্ছে অনন্যাকে। অভিনেত্রীর কথায়, ‘আমি স্বাভাবিক ভাবেই বড় হচ্ছি। আমার চেহারাও ভারী হচ্ছে স্বাভাবিক ভাবে। কিন্তু অনেকে বলছেন, আমি নাকি অস্ত্রোপচার করিয়ে নিতম্বের আকার বৃদ্ধি করেছি। মানুষ যা-ই করবে, দেখতে যেমনই লাগুক, কটাক্ষ শুনতেই হবে! সমালোচনা করবেই। বিশেষ করে মহিলাদের উদ্দেশে খারাপ মন্তব্য করবেই। পুরুষদের অবশ্য এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় না।’

আম্বানির বিয়েতে নতুন প্রেমিক খুঁজে পেলেন অনন্যা

অল্প বয়সেই বলিউডে অভিষেক হয় অনন্যার। সিনেমার পর্দায় নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারেননি। সইতে হয়েছে কটাক্ষ। এমনকি তারকা-সন্তান তকমা থাকার কারণে বার-বার সমালোচিত হয়েছেন। তবে কোনো কটাক্ষ অভিনয় জীবনে প্রভাব ফেলতে পারেনি বলে দাবি তার।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর