সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রথম ভারতীয় হিসেবে ‘ইতিহাস’ গড়লেন অনন্যা পান্ডে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

প্রথম ভারতীয় হিসেবে ‘ইতিহাস’ গড়লেন অনন্যা পান্ডে

অভিনেত্রী হিসেবে অনন্যা পান্ডের সুখ্যাতি কখনোই ছিল না। একের পর এক ফ্লপ আর দুর্বল অভিনয়ের কারণে বারবার সমালোচিত হয়েছেন অভিনেত্রী। এবার আন্তর্জাতিক ফ্যাশান সংস্থায় নিজের নাম লিখে প্রথম ভারতীয় হিসেবে ‘ইতিহাস’ গড়লেন অভিনেত্রী। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অনন্যা অবশেষে পথ খুঁজে পেয়েছেন।

কোন পথে ঈশান-অনন্যার প্রেম


বিজ্ঞাপন


সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে পথ চলার খবর জানিয়েছেন চাঙ্কিকন্যা। সচারচর বলিউড তারকারা ভারতের নামিদামি প্রসাধনী কম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে দেখা যায়।  তবে এবারই প্রথম আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা ‘শ্যানেলে’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিচ্ছেন কোন বলিউড তারকার। 

Ananya_panday_3

ফ্যাশন সংস্থা ‘শ্যানেল’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনন্যা পান্ডে এমন একজন নায়িকা যিনি নিজস্ব অভিনয় দক্ষতা দিয়ে গোটা বিশ্ব পরিচিতি লাভ করেছেন। বর্তমান প্রজন্মের মধ্যে অভিনেত্রীর রুচিবোধ প্রভাব ফেলেছেন। অভিনেত্রীর সঙ্গে ‘শ্যানেলে’র সাযুজ্য থাকায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে বেছে নেওয়া হলো।’

আম্বানির বিয়েতে নতুন প্রেমিক খুঁজে পেলেন অনন্যা


বিজ্ঞাপন


গতবছর প্যারিস ফ্যাশন শো ‘উইক’-এ হেঁটে বাজিমাত করেছিলেন অনন্যা। এবার ফ্যাশন সংস্থা ‘শ্যানেলে’র সঙ্গে কাজের মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশনে যাত্রা শুরু করলেন। এদিকে অভিনেত্রী এক পোস্টে জানিয়েছেন, ‘এটাই হলো মুক্তির স্বাদ। প্রথম ভারতীয় হিসেবে শ্যানেল-এর জয়যাত্রার সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ এবং উচ্ছ্বসিত। আমার স্বপ্ন সত্যি হল।’

Ananya_panday

প্রেম করছেন আদিত্য-অনন্যা

বলে রাখা ভালো, ‘কেশরী চ্যাপ্টার ২’-এর মুক্তিপ্রাপ্ত ট্রেলারে অক্ষয় কুমারের পাশাপাশি নজর কেড়েছেন অনন্যা পান্ডে। সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী  ১৮ এপ্রিল। অনন্যা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন, আর. মাধবন, রেজিনা ক্যাসান্ডা, বিশাক নায়ার, অমিত সিয়াল প্রমুখ। ছবি পরিচালানা করেছেন করণ সিং ত্যাগী। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর