বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

ব্যস্ততা থাকলেও রোজা ছাড়ি না: মিশা সওদাগর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

মিশা সওদাগর

ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর ক্যারিয়ারে উপহার দিয়েছে অসংখ্য সিনেমা। এ অভিনেতা পর্দায় যেমন দাপটের সঙ্গে খল চরিত্রে নিজেকে মেলে ধরেন, বাস্তব জীবনে তিনি কেমন? তিনি নামাজ পড়েন বা রোজা রাখেন কিনা প্রশ্ন ঘুরপাক খায় দর্শকদের মনে। সব প্রশ্নের উত্তর দিলেন মিশা।


নিয়মিত নামাজ পড়েন। রোজার মাসটাও সিয়াম সাধনার মাধ্যমে কাটান বলে জানিয়েছেন অভিনেতা। 


বিজ্ঞাপন


misha-b-20170910112232
সংবাদ মাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমরা অনেক ভাগ্যবান। আল্লাহ বাঁচিয়ে রাখলে ৩০টা রোজা রাখবে সবাই। নিজেও সিয়াম সাধনার মাধ্যমে রোজাটা উদযাপন করি। আমি ব্যক্তিগতভাবে বলব, আমরা ঢাকাইয়া মানুষ। আমরা অনেক আগে থেকে রোজা রাখি। ছোটবেলা থেকেই রোজার সিস্টেমের মধ্যেই পড়ি।’

‘আলো আসবেই’ গ্রুপে শিল্পী সমিতির কয়েকজন, যা বললেন মিশা 


তিনি আরও বলেন, ‘কাজের ব্যস্ততা থাকলেও রোজা ছাড়ি না। যারা যারা কাজ করি, যতই কাজ করি না কেন অবশ্যই রোজা রাখবো। অবশ্যই নামাজ পড়ব।সবাই তারাবি পড়বেন। আমিও পড়ব। সুরা তারাবি হলেও পড়ব। যখন শুটিং থাকে তখন হয়তো খতম তারাবি পড়তে পারি না। তাই সুরা তারাবিই পড়তে হয়।’

ইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর