রূপালী পর্দার মিষ্টি ডিম্পল গার্ল প্রীতি জিনতা অভিনয়ে মন কেড়েছেন ভক্ত অনুরাগীদের। তবে বলিউডে এখন প্রায় অনুপস্থিত বলি তারকা। স্বামী সংসারে মনোযোগের পুরোটা দিয়েছেন। দুই সন্তানের মা তিনি। কিন্তু সন্তানদের কোনোভাবেই পাপারাজ্জিদের ধরাছোঁয়ার মধ্যে আনতে চান না। ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার অনুমতি কারও নেই। প্রয়োজনে ‘কালী’র মতো রুদ্ররূপ ধরতে পারেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিজ্ঞাপন
সম্প্রতি সামাজিকমাধ্যমে প্রশ্ন-উত্তর পর্বে অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন প্রীতি। যেখানে ব্যক্তিগত ও পেশা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন। অভিনেত্রীকে এক ভক্ত প্রশ্ন করেন, “এমন কিছু বলেন, যেটার বিষয় কেউ জানে না।”
দলের ক্রিকেটারদের চাহিদা মেটাতে যা করেছিলেন প্রীতি জিনতা
এই প্রশ্নের জবাবে তিনি বলেন,’মন্দিরে ছবি তোলা আমি পছন্দ করি না। তাছাড়া ভোরবেলা বিমানবন্দরে বা জিমনেশিয়ামের সামনে ছবি তুলতেও ভালোবাসি না। এই জায়গাগুলো বাদ দিয়ে আমাকে ছবি তুলতে বললে ভাল হয়।’

বিজ্ঞাপন
এরপরই প্রীতি জানান অনুমতি ছাড়া সন্তানদের ছবি তুলতে গেলে তিনি রুদ্ররূপ ধারণ করেন। অভিনেত্রীর কথায়, ‘আমি এমনিতে বেশ হাসিখুশি মানুষ। কিন্তু আমার বাচ্চাদের ছবি তুলতে এলে নিজের ভেতরের কালী রুপ বেরিয়ে আসবে।’
১৫৬ কোটি টাকা নিয়ে নিলামে প্রীতি জিনতা, পরামর্শ চাইলেন দল সাজাতে
সবশেষ তিনি বলেন, ‘তাই আমার অনুমতি ছাড়া ভুলেও কেউ যেন ভিডিও না করে। খুব বিরক্তিকর বিষয়। তার চেয়ে বরং, আমাকে ভদ্র ভাবে জিজ্ঞাসা করুন ছবি তোলার আগে। তবে আমার বাচ্চাদের ছবি তুলবেন না।’
ইএইচ/

