সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৫৬ কোটি টাকা নিয়ে নিলামে প্রীতি জিনতা, পরামর্শ চাইলেন দল সাজাতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

১৫৬ কোটি টাকা নিয়ে নিলামে প্রীতি জিনতা, পরামর্শ চাইলেন দল সাজাতে

ক্রিকেট বিশ্বে সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের আগামী আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। আগামীকাল ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। সেই নিলামে বেশ হোমওয়ার্ক করেই যে নামছে পাঞ্জাব একথা বলাই বাহুল্য। গতবারের দল থেকে মাত্র দুইজনকে রিটেন করেছে পাঞ্জাব। প্রীতি জিনতার দলের হাতেই সবচেয়ে বেশি টাকা। ১৫৬ কোটি টাকা নিয়ে নিলামে নামছেন তারা। 

ইতিমধ্যেই জেদ্দায় পৌঁছে গিয়েছেন দলের মালকিন প্রীতি জিন্তা। এবারের নিলামে পাঞ্জাবকে ঢেলে সাজাতে ভক্তদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন প্রীতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে 'বীরজারা'-খ্যাত অভিনেত্রী লিখেছেন, 'ডিভাইস ও সোশ্যাল মিডিয়া থেকে সরে থাকার আদর্শ সময়। আইপিএল নিলামের জন্য সৌদি আরবের জেদ্দায় পৌঁছে গিয়েছি। চোখ রাখুন। জানতে পারবেন দারুণ ঘোষণা। এর আগ পর্যন্ত আমাদের নতুন দল সাজানোর জন্য সব ধরনের সুপারিশকে স্বাগত জানাই। দেখিয়ে দিন, আপনারা প্রস্তুত।।'


বিজ্ঞাপন


মেগা নিলামের নিয়ম অনুযায়ী, স্কোয়াড সাজাতে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২০ কোটি রুপি (প্রায় ১৭০ কোটি টাকা) খরচ করতে পারবে। মাত্র দু'জন ক্রিকেটারকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস।  শশাঙ্ক সিং এবং প্রভসিমরান সিংকে রেখেছে পাঞ্জাব। দু'জনই আনক্যাপড (যারা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি) ক্রিকেটার। শশাঙ্ককে দেওয়া হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা। প্রভসিমরানকে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। পাঞ্জাবের খরচ হয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা। ফলে পাঞ্জাব খরচ করতে পারবে ১১০.৫ কোটি ( ১৫৬ কোটি টাকা)।

Preity-Zinta-2

পাঞ্জাবের প্রয়োজন:

প্রায় গোটা দল। পাঞ্জাবের রিটেনশন তালিকা ছিল সবচেয়ে ছোট। মাত্র দুজন আনক্যাপড ক্রিকেটার ধরে রেখেছে পাঞ্জাব। সেক্ষেত্রে প্রায় সব পজিশনেই প্রথম সারির ক্রিকেটার প্রয়োজন। প্রয়োজন অধিনায়কও। কোচ রিকি পন্টিংকে নিখুঁত কৌশলে দল সাজাতে হবে। সেটা না করতে পারলে এবারেও সমস্যায় পড়তে পারে প্রীতির দল।


বিজ্ঞাপন


লক্ষ্য যাদের:

খাতায়কলমে সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে নামছে পাঞ্জাব। যার ফলে নিলাম টেবিলে অ্যাডভান্টেজ প্রীতির দলের। কিন্তু টাকার অঙ্কটা বেশি হলেও নিলাম থেকে গোটা দল গঠন করাটা বেশ কষ্টকর। এছাড়া পাঞ্জাবের কাছে ভালো ভারতীয় ক্রিকেটার সেভাবে নেই। নিলামেও প্রথম সারির ভারতীয় ক্রিকেটার পাওয়া কঠিন। নিলামে সবার প্রথমে পন্টিং যেটা খুঁজবেন, সেটা হল অধিনায়ক। 

গুঞ্জন রয়েছে, দিল্লি ক্যাপিটালসের সাবেক কোচ নিয়ের সাবেক ‘ছাত্র’ ঋষভ পান্থের জন্য ঝাঁপাতে পারে। ধারনা করা হচ্ছে, পান্থকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়ে যাবে পাঞ্জাব। নিতান্তই তাকে না পাওয়া গেলে শ্রেয়স আইয়ার বা কেএল রাহুলের কথাও ভাবতে পারে দিল্লি। জিতেশ শর্মা, অর্শদীপ সিংয়ের মতো পাঞ্জাবেরই সাবেক ক্রিকেটারদের নিলাম থেকে ফেরানোর মরিয়া চেষ্টা করবেন পন্টিং। সেক্ষেত্রে আরটিএমও ব্যবহার করতে পারে পাঞ্জাব।

90445028_1681405997_ebd9c1c0f74f556bc85f24bb4dd6c6c9

রিকি পন্টিং কোচ হিসাবে আসায় পাঞ্জাবে অজি ক্রিকেটারের সংখ্যা এ বছর বাড়তে পারে। পন্টিং পাঞ্জাবের হয়ে লক্ষ্য করতে পারেন মিচেল মার্শ, মার্কাস স্টয়নিসদের। এমনকী অভিজ্ঞতার জন্য ডেভিড ওয়ার্নার বা স্টিভ স্মিথের কথাও ভাবতে পারেন তিনি। অজি পেসার মিচেল স্টার্ক, জস হ্যাজেলউডকেও টার্গেট করতে পারে পাঞ্জাব। ভারতীয় পেসারদের মধ্যে খলিল আহমেদ, বৈভব অরোরাকে, রসিক সালামও টার্গেট করতে পারেন পন্টিং। 

এছাড়া প্রথম সারির ভারতীয় ব্যাটারদের বিকল্প সেভাবে না থাকায় জাতীয় দলের চৌহদ্দিতে না থাকা তবে আইপিএলে সফল, এমন ব্যাটারদের টার্গেট করতে পারে পাঞ্জাব। সেক্ষেত্রে সরফরাজ খান, রাহুল ত্রিপাঠী, ময়ঙ্ক আগরওয়াল, দীপক হুডা, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়াররা টার্গেট হতে পারেন। স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা, রাহুল চাহার এমনকী পীযুষ চাওলাকেও লক্ষ্য করতে পারে প্রীতির ফ্র্যাঞ্চাইজি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর