রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টাকা থাকলে শাকিবকে টার্গেট করতাম, প্রিন্সকে না: লায়লা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

টাকা থাকলে শাকিবকে টার্গেট করতাম প্রিন্সকে না: লায়লা

বিনোদনের অন্যতম প্লাটফর্ম টিকটকের পরিচিত মুখ প্রিন্স মামুন এবং লায়লা আখতারকে ঘিরে আবরও সমালোচনা ঝড়। কয়েকদিন আগে লায়লার করা মামলায় কারা ভোগ শেষে জামিন মুক্তি পান মামুন। এরপর নিজেদের ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে আবারও একসাথে থাকার কথা জানিয়েছিলেন। কিন্তু দুই মাস না যেতেই আবারও বিবাদে জড়িয়েছেন। তুলছেন একে অন্যের বিরুদ্ধে অভিযোগ।  

গত রোববার ১১ মে টিকটকার লায়লার বাসায় অনুপ্রবেশ করে একটি ফেসবুক লাইভ করেন মামুন। ভিডিওতে দেখা যায় টিকটকার লায়লাকে লাগিলাগাজ করছেন। ঘটনার দিন মধ্যেরাতে নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন লায়লা। যেখানে তিনি দাবি করেন মামুন তার পূর্বের আইডি বন্ধ করে দিয়েছে। 


বিজ্ঞাপন


প্রিন্স মামুনের বিরুদ্ধে পেটে লাথি দিয়ে সন্তান নষ্টের অভিযোগ লায়লার

তিনি আরও অভিযোগ করেন মামুন তার পেঁটে লাথি দিয়ে সন্তান নষ্ট করেছে। এছাড়া ২০২৩ সালে টিকটক অভিনেত্রীকে হত্যা চেষ্টা করেছিলেন মামুন। সে সময় টিকটকার মামুনের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলেও অভিযোগ করেন এ টিকটক অভিনেত্রী।

1741066060-83b140bdc5a2e8ae7ab4ca1ba8059993
 
লায়লার অভিযোগের পর মুখ খোলেন মামুন। তিনি দাবি করেন, ‘লায়লার সব অভিযোগ মিথ্যা। এতোদিন সন্তান নষ্ট করার কথা কাউকে বলেনি। এখন ভুয়া কাগজ বানিয়ে একজন মেয়ে হিসেবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।’

লায়লা বার বার হয়রানি করছে উল্লেখ করে মামুন পাল্টা অভিযোগ করে বলেন, ‘লায়লা আমাকে ব্যবহার করতো। আমাকে তার কথা মত চলতে আইনি রাস্তা ছাড়াও যা যা করা দরকার সব করতো। আমি আসলে সত্যি খুব অসহায় হয়ে পড়েছি।’


বিজ্ঞাপন


রিমান্ড ও জামিন নামঞ্জুর, টিকটকার প্রিন্স মামুন কারাগারে

এর আগে গত ১১ মে টিকটকার লায়লা করা ফেসবুক পোস্টে তিনি বলেন, মামুনকে নিয়ে আর একটি কথাও বলবেন না। এমনকি মামুনকে নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেবেন না। তবে গতকাল গণমাধ্যমের মুখমুখি হয়েছেন তিনি। 

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম কথা হলো আমার টাকা থাকলে আমি শাকিব খানকে টার্গেট করতাম। টিকটকার প্রিন্স মামুনকে কেন টার্গেট করব? এই টিকটকারের সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমার বদনাম, সম্মানহানি ছাড়া আর কিছুই হয়নি। এই ধরণের ছেলেরা আমাদের মত মহিলাদের দেখে দেখে টার্গেট করে।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর