সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফরাসি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, ভেঙে পড়েছেন মল্লিকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ০১:১০ পিএম

শেয়ার করুন:

ফরাসি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, ভেঙে পড়েছেন মল্লিকা 

বছর শেষে যেন বিচ্ছেদের ধুম পড়েছে বলিউডে। কদিন আগে আলাদা হয়েছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। এবার ফরাসি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদে ভেঙে পড়েছেন মল্লিকা শেরাওয়াত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল সোমবার রাতে আনু্ষ্ঠানিকভাবে সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন মল্লিকা। কারণ হিসেবে জানিয়েছেন প্রেমিকের ওপর আর ভরসা রাখতে পারছেন না তিনি।

mallika-story_647_121517113402_0

বর্তমানে ভরসা করার মতো যোগ্য ব্যক্তির সংখ্যা ক্রমশ কমছে জানিয়ে অভিনেত্রী বলেন, “আমাদের সম্পর্ক খুবই গভীর ছিল। আচমকা তাতে দাঁড়ি পড়ায় ভেঙে পড়েছি। ভীষণ একা আমি।” 

২০১৬ সালে প্রেম যমুনায় গা ডুবিয়েছিলেন মল্লিকা-সিরিল। ২০২৪ পর্যন্ত আট বছর একসঙ্গে সাঁতরেছেন। ফরাসি এ ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন সমস্ত নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ দাবি করতেন। এখন ভরসাই করতে পারছেন না। 

mallika

এদিকে দীর্ঘদিন পর বলিউডে ফিরেছেন মল্লিকা। ‘ভিকি বিদ্যা কা উওওয়ালা ভিডিও’ ছবি দিয়ে ঘটেছে প্রত্যাবর্তন। মল্লিকা ছাড়াও এতে অভিনয় করেছেন রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর