রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ে না করেই বাবা হলেন সাইফপুত্র ইব্রাহিম! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

বিয়ে না করেই বাবা হলেন সাইফপুত্র ইব্রাহিম! 

বিয়ে না করে বাবা-মায়ের খাতায় নাম লেখানো তারকাদের সংখ্যা বলিউডে দিন দিন বাড়ছে। এবার সেই তালিকায় নাম উঠল সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বাবা হওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে ইব্রাহিম নিজেই জানিয়েছেন। সোশ্যাল হ্যান্ডেলে ছবিও দিয়েছেন। তবে সেটি কোনো মনুষ্য সন্তান না। একটি কুকুর ছানাকে নিজের সন্তান বলে পরিচয় করিয়ে দিয়েছেন সাইফপুত্র।

494818989_9738481336273501_2363562999080835398_n

ইনস্টাগ্রামে কুকুরছানার সঙ্গে একটি ছবি প্রকাশ করে ইব্রাহিম লিখেছেন, ‘আমার মনে হয় আমি ওকে নয়, ও আমাকে বেছে নিয়েছে। আগের জন্মে নিশ্চয়ই ও আমার সন্তান ছিল। তবে ওকে যখন বাড়িতে আনার কথা বলি তখন বাড়ির কেউ রাজি হয়নি, কিন্তু সকলের বিরুদ্ধে গিয়ে আমি ওকে নিয়ে এসেছি। আমার নেওয়া এটি সেরা সিদ্ধান্ত ছিল। আমার ছোট্ট মেয়ে এবং পাতৌদি পরিবারের সর্বশেষ সংযোজনকে শুভেচ্ছা!!!’

কুকুর ছানাটির নামও দিয়েছেন ইব্রাহিম। সঙ্গে জুড়ে দিয়েছেন খান পদবী। যেকারও সঙ্গে পরিচয় করিয়ে দেন ‘বম্বি খান’নামে। জানা গেছে, এরইমধ্যে ইব্রাহিমের পরিবারের মনও জয় করে নিয়েছে বম্বি। 

156301_bi

এদিকে চলতি বছর মুক্তি পেয়েছে ইব্রাহিমের সিনেমা ‘নাদানিয়া’। এতে তার বিপরীতে ছিলেন খুশি কাপুর। তবে সিনেমাটি দর্শকের মন ভরাতে পারেনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর