শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কানে যাচ্ছেন বর্ষা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

কানে যাচ্ছেন বর্ষা

ফ্রান্সের সমুদ্রপাড়ে কান শাহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে আজ মঙ্গলবার (১৩ মে) পর্দা উঠেছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। ইতোমধ্যে বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান উৎসবে। সেখানে ঘটবে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা। এবারের কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছেন ঢালিউড চলচ্চিত্রের আভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। 

অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার


বিজ্ঞাপন


৭৮তম কান উৎসবের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে আমন্ত্রণ জানানো হয়েছে এই অভিনেত্রীকে। আয়োজনে নারীদের নিয়ে আয়োজিত আলোচনা বিভাগে বর্ষার সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অতিথিদের তালিকা প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ। 

471822290_905357494918825_7565050042870749026_n

এ তালিকায় ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানী নাম রয়েছেন। আগামী ১৪ এবং ১৫ মে হবে অনুষ্ঠিত হবে এই আলোচনা পর্ব।  

অভিনয় ছাড়তে চায় বর্ষা, যা বললেন দীপা খন্দকার


বিজ্ঞাপন


অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন গণমাধ্যমকে। বর্ষার ভাষ্য, 'এমন একটা আয়োজনে বাংলাদেশ থেকে যাচ্ছি অবশ্যই ভালো লাগছে। সেখানে আমাদের দেশের সংস্কৃতি, সিনেমা, নারী নিয়ে কথা বলব। আমার সঙ্গে প্যানেলে যারা আছেন, তাদের একজনের সিনেমা কানে প্রিমিয়ার প্রদর্শন হবে।’

470189501_896135375841037_8364812987807651328_n

তিনি যোগ করেন, ‘মানুষের শেখার তো শেষ নেই, অনেক কিছু শিখব, জানব, দেখব। অনেক অভিজ্ঞতা হবে। সবকিছু নিয়ে আমি এক্সাইটেড। আগামীকাল ১৩ মে সেখানে যাচ্ছি অংশ নিতে।’

আগামীকাল শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব

জানা গেছে গত কয়েকদিন ধরে তিনি ব্যবসায়িক কাজে দুবাই অবস্থান করছেন। দুবাই থেকে সরাসরি ফ্রান্সের কান চলচ্চিত্রে অংশ নিবেন তিনি। 
অভিনেত্রীকে সর্বশেষ ‘কিল হিম’ সিনেমাতে দেখা গিয়েছিল। বর্তমানে তিনি ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং করছেন। ইতোমধ্যেই এ সিনেমার প্রায় আশিভাগ কাজ শেষ হয়েছে। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর