সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফারিণের ‘ইনসাফ’ পোস্টার নিয়ে নকলের অভিযোগ, যা বললেন পরিচালক 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০২৫, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

ফারিণের ‘ইনসাফ’ পোস্টার নিয়ে নকলের অভিযোগ, যা বললেন পরিচালক 

কোরবানি ঈদে মুক্তিপ্রতিক্ষীত ছবিগুলোর মধ্যে প্রাচরণায় এগিয়ে ‘ইনসাফ’। এরইমধ্যে বেশ কয়েকটি পোস্টার প্রকাশের মাধ্যমে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়শিল্পী শরিফুল রাজ, মোশাররফ করিমদের পরিচয় দেওয়া হয়েছে। 

রাজের সাইকো লুক, নতুনভাবে মোশাররফ করিমের উপস্থাপন নেটিজেনদের প্রত্যাশা আরও বেড়ে যায়। ছবির নায়িকা তাসনিয়া ফারিণকেও মন ভরা একটি লুকে দেখবে বলে আশায় বুক বাঁধেন তারা। 

493259450_9583123298410173_2388068600385972689_n

অবশেষে ফুল ও কুঠার হাতে ব্যতিক্রম এক লুকে ধরা দেন ‘ইনসাফে’র ফারিণ। যা মন ভরিয়ে দেয় নেটাগরিকদের। কিন্তু রেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেননা কিছুক্ষণ পর-ই জানা যায় কোরিয়ান সিনেমা ‘কিল বকসুনে’র একটি পোস্টারের সঙ্গে বিস্তর মিল খুঁজে পাওয়া গেছে ফারিণের পোস্টারের। অনেকে আনেন নকলের অভিযোগ।

এ প্রসঙ্গে ‘ইনসাফে’র নির্মাতা সঞ্জয় সমদ্দারের সঙ্গে যোগাযোগ করলে, হোয়াটস্যাপে খুদে বার্তার মাধ্যমে তিনি ঢাকা মেইলকে বলেন, ‘আমাদের লুক রিভিল গুলোতে কুঠার একটা কমন ফ্যাক্টর ছিল। সিম্বল হিসেবে। আমি ডিজাইনারকে বলেছিলাম যে হিরোইনের (তাসনিয়া ফারিণ) হাতে ফুল ও কুঠার দিয়ে কিছু প্ল্যান করতে । এভাবেই আমরা এগোই । কিন্তু এটা যে কোনো সিনেমার কোনো পোস্টারের সাথে মিলে যাবে জানলে অবশ্যই এড়িয়ে যেতাম। সামনে আরও সাবধান থাকব।’

digonoর_(61)

কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ‘ইনসাফ’। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র। এটি সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় ছবি হতে যাচ্ছে। এর আগে টলিউড সুপারস্টার জিৎ কে নিয়ে মানুষ নামের একটি সিনেমা বানিয়েছেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর