রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতে কবে মুক্তি পাবে ‘বরবাদ’? 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৫, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

ভারতে কবে মুক্তি পাবে ‘বরবাদ’? 

দেশের সিনেমা হলগুলোতে দাপট অব্যাহত ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’-এর। দেশের বাইরের থিয়েটারগুলোতে উপচে পড়া ভিড় দর্শকের। তবে এখনও মুক্তি পায়নি পাশের দেশ ভারতে। 

এদিকে মেগাস্টারের সিনেমাটি নিয়ে কৌতূহলের শেষ নেই ওপারের অনেকের। তারাও জানতে চান, ভারতে কবে মুক্তি পাচ্ছে ‘বরবাদ’? ঢাকা মেইলকে সে উত্তর দিলেন সিনেমাটির প্রযোজক প্রযোজক শেহরিন আক্তার সুমি।

481113690_1191183695708337_2174436081552566805_n_20250410_145716298

তিনি বলেন, ‘নির্দিষ্ট করে তারিখটা এখনই জানাতে পারছি না তবে শিগগিরই মুক্তি পাবে ভারতে।‘ সেইসঙ্গে জানালেন, ঈদের আগে দেশটিতে মুক্তির সম্ভাবনা নেই ছবিটির। 

যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। ছবিটিতে শাকিবের বিপরীতে আছেন ইধিকা পাল। প্রিয়তমার পর ফের অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন কিং খান।

barbad_20250403_131051517_20250404_143031446_20250410_145322329

এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর