রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতীয় সংবাদমাধ্যমকে এক হাত নিলেন ঋত্বিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৫, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

ভারতীয় সংবাদমাধ্যমকে এক হাত নিলেন ঋত্বিক

ভারত-পাকিস্তানের সংঘর্ষের উত্তাপ ছড়িয়েছে গোটা বিশ্বে। অস্ত্রের ঝনঝনির মধ্যেই দুইদেশের গণমাধ্যম ও পিছিয়ে নেয়। চটকদার প্রতিবেদন দিয়ে দর্শকদের নজর কাড়তে ব্যস্ত পাক-ভারত সংবাদমাধ্যম। তবে ভারতের সংবাদমাধ্যম নিয়ে অসন্তোষ দেখা যাচ্ছে খোদ ভারতীয়দের মাঝে। 

ময়ূখকে 'গাধা' বলে কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর!


বিজ্ঞাপন


অস্বাভাবিক অঙ্গভঙ্গি এবং উদ্ভট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার শিকার হচ্ছে ভারতীয় নাগরিকদের কাছে। সমালোচনা করছেন শোবিজ তারকারাও। সম্প্রতি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজ দেশের গণমাধ্যমকে 'সার্কাস' বলে অভিহিত করেছেন। 

474690486_3846670522238515_2019739540156167055_n

এবার ভারতীয় গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। গতকাল শনিবার (১০ মে) এক পোস্টে লিখেছেন, ‘আমাদের এখানে নিউজ চ্যানেল গুলো কি ভালো ‘ফিকশান’ কনটেন্ট বানাচ্ছে!’

সাইফ আলী খানের পর ঋত্বিকের ওপর হামলা


বিজ্ঞাপন


অভিনেতার ওই পোস্টের পর সরগরম নেট দুনিয়ায়। পোস্টকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া অনুরাগীদের। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। একজন লিখেছে, ‘ভিডিও গেম-এর ফুটেজ দিয়ে পাকিস্তান-ভারতের যুদ্ধে দেখাচ্ছে।’ অন্য একজন অনুরাগী লিখেছেন, ‘টেলিভিশন উপস্থাপকরা কি হকার ট্রেনিং প্রাপ্ত?’ পোস্টে নেটিজেনরা অভিনেতার সমালোচনা করলেও কোনো জবাব দেননি ঋত্বিক। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর