সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোটগ্রহণের আগের দিন পরিচালকদের নির্বাচন স্থগিত!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

ভোটগ্রহণের আগের দিন পরিচালকদের নির্বাচন স্থগিত

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা। আবারও স্থাগিত হয়েছে পরিচালকদের নতুন নেতৃত্বের ভোট গ্রহণ। গত বছর প্রথমবার ভোট গ্রহণ স্থগিত করে চলতি বছরের  ১০ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু অনিবার্য কারণে তা হয়নি। তৃতীয়বার ঘোষণা করা হয় ভোট গ্রহণের তারিখ।

নতুন তারিখ ছিল চলতি মাসের ৯ মে। সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনের ঠিক আগেরদিন আদালতের স্থগিতাদেশ। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালতের নিষেধাজ্ঞায় তৃতীয়বারের মতো স্থগিত পরিচালক সমিতির নির্বাচন! 


বিজ্ঞাপন


শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশ নিষেধ, নির্মাতাদের ক্ষোভ

election_bb

কেন বারবার আটকে যাচ্ছে নির্বাচন? এ নিয়ে আছে পক্ষে-বিপক্ষের নানা মত। এক পক্ষের দাবি, কেপিআইভুক্ত এলাকা বলে বিএফডিসিতে নির্বাচনের অনুমতি পাওয়া যায়নি। আরেকটি পক্ষ বলছে, নির্বাচন হতে দিতে চায় না একটি পক্ষ। কারণ দুই প্যানেলেই স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থক পরিচালকরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণেই বারবার নির্বাচন স্থগিত হচ্ছে। 

জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা বানাবে সংস্কৃতি মন্ত্রণালয়


বিজ্ঞাপন


এবারের পরিচালক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন এবং শাহীন সুমন-শাহীন কবির টুটুলের দুইটি প্যানেল। 

election_dr

শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবির টুটুলকে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন মনতাজুর রহমান আকবর (সহ-সভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে প্যানেল চূড়ান্ত

অন্য প্যানেলে পরিচালক গুলজার-সাফিউদ্দিন সভাপতি ও মহাসচিব পদ ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন আবুল খায়ের বুলবুল (সহ-সভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), সাইমন তারিক (কোষাধ্যক্ষ), আবদুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এস ডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর