মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে প্যানেল চূড়ান্ত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে প্যানেল চূড়ান্ত

পরিচালক সমিতির নির্বাচন ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলছে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ৩০ ডিসেম্বর হবে নির্বাচন।

শোনা যাচ্ছিল, পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু শেষ পর্যন্ত কাজী হায়াৎ-শাহীন সুমন ও মুশফিকুর রহমান-জাকির হোসেন—এই দুটি প্যানেল নির্বাচনে লড়বে। সরে দাঁড়িয়েছে সোহানুর রহমান সোহান-এ জে রানা প্যানেল। গুলজার প্যানেলে কার্যকরী কমিটির সদস্য (ইসি) পদে নির্বাচন করছেন সোহান।


বিজ্ঞাপন


বুধবার দুই প্যানেল নির্বাচন কমিশনে পূর্ণ সদস্যের প্যানেল মনোনয়ন জমা দিয়েছে। এর বাইরে কোষাধ্যক্ষ ও দুই ইসি পদে মনোনয়ন জমা দিয়েছেন তিন স্বতন্ত্র প্রার্থী। ১৯ সদস্যের কমিটির বিপরীতে ৪১টি মনোনয়ন জমা পড়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন আব্দুল লতিফ বাচ্চু। অন্য দুই কমিশনার হলেন বি এইচ নিশান ও শামসুল আলম।

গণমাধ্যমকে নির্বাচন কমিশনের অন্যতম সদস্য শামসুল আলম জানান, বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। সভাপতি, মহাসচিবসহ ৯টি সম্পাদকীয় পদের বিপরীতে ১৯টি ও ১০টি কার্যকরী সদস্যপদের বিপরীতে ২২টি মনোনয়ন জমা পড়েছে। তিনি বলেন, ‘আমরা নোটিশ বোর্ডে প্রার্থীদের খসড়া তালিকা ঝুলিয়ে দিয়েছি। কয়েকদিনের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব।’

এবারের নির্বাচনে ভোট ভোটারের সংখ্যা ৩৮৮ জন। প্রার্থীরা ইতোমধ্যে সদস্যদের কাছে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। খুদে বার্তা কিংবা বাসায় গিয়ে ভোট প্রার্থনা করছেন।


বিজ্ঞাপন


/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর