শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তামিমের স্টাইলে ক্রিকেট খেললেন বাপ্পি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

তামিমের স্টাইলে ক্রিকেট খেললেন বাপ্পি

শুরু হয়েছে তারকাদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’। টুর্নামেন্টর উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছিল শক্তিশালী নাইট রাইডার্স ও স্বপ্নধারা স্পার। শুরুতেই ব্যাটিংয়ে নেমে চার-ছক্কার ঝড়ে নাইট রাইডার্স সংগ্রহ করেন ১৫১ রান। 

যার মধ্যে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী করেন ২৩ রান। এই ২৩ রানের ইনিংসে দুর্দান্ত, দৃষ্টিনন্দন চার-ছক্কার মার ছিল। সামাজিক মাধ্যমে তারকার ব্যাটিং দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন বাপ্পীর ব্যাটিং স্টাইল তামিম ইকবালের মতো। অভিনেতার ব্যাটিং বেশ উপভোগ করছেন অনুরাগীরা।


বিজ্ঞাপন


রিকশাচালকদের প্রতি বাপ্পির অনন্য সম্মান

জানা গেছে, বাপ্পীর শৈশব বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। ছোট থেকে ক্রিকেট ভালো খেলতেন। দিনের বেশিরভাগ সময় মাঠে পড়ে থাকতেন। হতে চেয়েছিলেন ক্রিকেটার। কিন্তু হয়ে গেছেন চলচ্চিত্রের নায়ক।  

এদিন ১৫২ রানের লম্ব সংগ্রহ তাড়া করতে মাঠে নামে স্বপ্নধারা স্পার। শুরুতেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন দলটির তারকারা। বড় লক্ষ্যমাত্র খুব সহজেই পৌঁছে যায় স্বপ্নধারা স্পার। 

এদিকে গতকাল সোমবার বিকেল ৪টায় বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু হয়। টি-২০ ফরম্যাটে সাজানো ৫ দিনের এ টুর্নামেন্ট অংশ নিচ্ছে ৪টি দল। ম্যাচ শুরুর আগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি উন্মোচিত হয়। 

এ সময় ৪টি দলের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন। 

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর