সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাজ হারাচ্ছেন শাহরুখ-অমিতাভ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

কাজ হারাচ্ছেন শাহরুখ-অমিতাভ!

চলচ্চিত্র জগতেও নতুন যুগের হাওয়া বইতে শুরু করেছে তা যেন সজোরে ঘোষণা করলেন ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত পরিচালক শেখর কাপুর। পরিচালকের ছবির জন্য অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের প্রয়োজন নেয়। এখন নিজেই তারকা তৈরি করবেন, তাও আবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)সাহায্যে। সম্প্রতি এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রখ্যাত এ পরিচালক।

সপরিবারে কেন 'মান্নত' ছাড়ছেন শাহরুখ খান?


বিজ্ঞাপন


শেখর কাপুর বলেন, ‘আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তারকা তৈরি করবে। শুধু অভিনেতা নয়, কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে এমন চরিত্র বানানো যাবে, যারা তারকার মতো আবেগ, ব্যক্তিত্ব ও ক্যারিশমা নিয়ে দর্শকের মনে জায়গা করে নেবে! আমি নিজের মনের মতো করে এমন একজন পুরুষ বা নারী চরিত্র তৈরি করব, যাকে দর্শক ভালবাসবে এবং তার কপিরাইট থাকবে শুধু আমার কাছে।’  

image-33925-1551706961

তিনি যোগ করেন, ‘বর্তমান সময় বহুল জনপ্রিয় চরিত্র আছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো অবয়ব। তাহলে সিনেমার ক্ষেত্রেও কেন এমন হবে না? পরিচালক হিসেবে নিজের ছবির জন্য আর অমিতাভ-শাহরুখ খানেরও প্রয়োজন নেই। আমি নিজেই তৈরি করব আমার অভিনেতা। কারণ আমার সিনেমায় আমি নিজেই গড়ে তুলব তারকা।’

ইতিহাস গড়ার অপেক্ষায় শাহরুখ খান


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, ‘মাসুম’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘ব্যান্ডিট কুইন’, এবং অস্কারজয়ী ‘এলিজাবেথ’ সিরিজের মতো কালজয়ী সিনেমা পরিচালনা করেছেন শেখর কাপুর। সম্প্রতি তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর