একই সঙ্গে জনপ্রিয় ও বিতর্কিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডের বহুদিনের সদস্য তিনি। একাধিক হিট-সুপারহিট ছবি উপহার দিয়েছেন। অনস্ক্রিনে ‘সাহসী’ অভিনেত্রী হিসেবেই পরিচিতি রয়েছে তার। তেমনি বাস্তবেও তিনি স্পষ্টবক্তা। এজন্য সুখ্যাতি ও কুখ্যাতি দুই রয়েছে।
অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও স্বস্তিকার জীবনটা বেশ বৈচিত্র্যময়। বিয়ে করেছিলেন খুব কম বয়সে। অল্প বয়সেই মা হন। কিন্তু বিয়ে টেকেনি তার। দু-বছর পরেই একরত্তি মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান তিনি। সেই সময়ে দাঁড়িয়ে সিঙ্গেল মাদার হয়েছিলেন তিনি। মেয়েকে ছোট থেকে এত বড় করেছেন একা হাতে।

তবে স্বস্তিকার জীবনে যে প্রেম আসেনি এমনটা কিন্তু নয়। একাধিকবার প্রেমে পড়েছেন তিনি, তাও আবার ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গেই। তাদের একজন পরমব্রত। তবে টেকেনি সে প্রেম। দু বছর যেতেই বেঁকে যায় স্বস্তিকা-পরমের পথ। এতদিন পর সে কারণ জানালেন অভিনেতা।
ভারতীয় সুংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরম বলেন, ‘আমাদের প্রায়শই দেখা হয়। কথা হয়। আমরা ২ বছর একসঙ্গে ছিলাম। সেই দুই বছরের মধ্যে একটা বড় সময় এমন ছিল, যেটা খুব সুন্দর ছিল। সেটাকে আমি সারাজীবন সুন্দর স্মৃতি হিসেবে মনে রেখে দেব। আরেকটা যেটা ছিল, সেটা খুব অশান্ত ছিল। আমার বলতে কোনো বাধা নেই, একটা সময়ে এসে আমি নিজেই অব্যাহতি চাই।’
বিজ্ঞাপন
স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদের পর পরম সিনেমা নিয়ে পড়তে ভারতের বাইরে চলে যান। যখন ফেরেন ততদিন ক্ষত অনেকটা শুকিয়েছে। তবে কিছুটা অস্বস্তি ছিল। যে কারণে স্বস্তিকার সঙ্গে দেখা হলে থতমত খেতেন।

পরম বলেন, ‘সেই সময়ের আমি আর আজকের আমির মধ্যে অনেকটা পার্থক্য আছে। সেই সময় (বিচ্ছেদের পরপর) ওর সঙ্গে কথা বলতে একটা অস্বস্তি হতো, অ্যাংজাইটি কাজ করত। স্বস্তিকারও মানুষ হিসেবে অনেক বিবর্তন ঘটেছে। আমি যে স্বস্তিকাকে চিনতাম, যখন আমরা একসঙ্গে ছিলাম, সেই স্বস্তিকা আর এই স্বস্তিকার মধ্যে অনেকটা ফারাক। সেটা আমি দেখতে পাই। ওর কথা শুনলে বুঝতে পারি। যেরকমভাবে, বা যে বিষয়গুলো নিয়ে কথা বলে, আমরা যখন একসঙ্গে ছিলাম, আজ থেকে ১৬ বছর আগে, ভাবতেও পারতাম না।’
পরম এখন থিতু হয়েছেন পিয়া চক্রর্তীর সঙ্গে। আসছে জুনে মা-বাবা হবেন তারা। অন্যদিকে স্বস্তিকা একাই আছেন। এক মাত্র মেয়েকে নিয়েই তার দুনিয়া।

