রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পরমব্রতের সঙ্গে প্রাক্তনের বিয়ে, একাকিত্বে ভুগছেন অনুপম!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

কীভাবে ট্রলকারীদের সামলাবেন— জানালেন রাশমিকা 

অনেক ধরেই পশ্চিমবঙ্গের গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। শোনা যাচ্ছিল, চুপি চুপি বিয়ে করে ফেলেছেন তারা। তবে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়েছে। সেইসঙ্গে জানা গেছে আজ সোমবার গাঁটছড়া বাঁধছেন পরমব্রত -পিয়া।

এদিকে প্রাক্তন স্ত্রীর বিয়ের দিন অনুপম কেমন আছেন, অনেকের মাথায় ঘুরছিল প্রশ্নটি। সেই আঁচ পাওয়া গেল সামাজিক মাধ্যমে। গায়ক এখন আছেন আমেরিকার সানফ্রান্সিসকোতে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনুপমের এক পোস্টে স্পষ্ট হয়েছে একাকীত্ব । কাতরতার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, ‘সব কিছু ফেলে আজ চলে যাব দূরে…’!


বিজ্ঞাপন


আরও পড়ুন: অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করছেন পরমব্রত

পিয়া একজন স্বাস্থ্যকর্মী। জানা গেছে পরমব্রতের সঙ্গে সম্পর্কের কারণেই ২০২১ সালে অনুপমের সঙ্গে ঘর ভাঙে তার। সেসময় সামাজিক মাধ্যমে বিচ্ছেদের খবরটি জানিয়েছিলেন তারা। তবে কারণটি গোপন রেখেছিলেন।

আরও পড়ুন: কীভাবে ট্রলকারীদের সামলাবেন— জানালেন রাশমিকা 

এদিকে পরমব্রতও আড়ালে রেখেছিলেন পিয়ার সঙ্গে সম্পর্কের কথা। জানিয়েছিলেন, তারা খুব ভালো বন্ধু। এবং এই ধরনের আলোচনায় যে তিনি খুবই বিরক্ত, সে কথাও স্পষ্ট জানিয়েছিলেন। যদিও ইন্ডাস্ট্রিতেও তাদের নিয়ে চর্চা হচ্ছিল। অভিনেতার কাছের বন্ধুরাও অংশ নিয়েছিলেন এতে।


বিজ্ঞাপন


এরপর কেটে গেছে অনেকটা সময়। এরমধ্যে বন্ধুত্বের মোড়কে প্রেম করে বেড়িয়েছেন পরমব্রত-পিয়া। পরমব্রত যে পিয়ার বাড়িতে যাতায়াত বাড়িয়েছেন, সে কথাও জানা গিয়েছিল। মাঝে পরমব্রত ছবির শুটিংয়ের জন্য লন্ডনে ছিলেন দীর্ঘদিন। সে সময় পিয়াও গিয়েছিলেন দেখা করতে। কিছুদিন আগে পিয়া ও তার মায়ের সঙ্গে পরমব্রতকে পার্ক স্ট্রিটের এক রেস্তরাঁয়ও দেখা গিয়েছিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর