রাজশাহীতে শুটিং চলছে শাকিব খান অভিনীত এবং রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার। আর এবার সিনেমার শুটিং সেটে ঘটে গেলো এক হৃদয়বিদারক ঘটনা। শুটিং শেষে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে স্টান্টম্যান মনির হোসেনর।
গতকাল শনিবার (৩ এপ্রিল) শুটিং শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওইদিন বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘মনির দুপুরের দিকে শট দিয়েছিল। এরপর সবার সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করছিল। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখনই জানা যায় সে আর নেই।’
পরিচালক যোগ করেন, ‘শুটিং ইউনিটের সদস্যদের ধারণা, সকালেই মনির স্ট্রোক করেছিলেন। কিন্তু সে বিষয়টি কাউকে জানাননি। কারও সঙ্গে অসুস্থতা বা অস্বস্তির কথাও ভাগ করেননি তিনি। রাফী বলেন, অল্প বয়সে এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি এবং তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।’
বিজ্ঞাপন
এদিকে অভিনেতা ও ফাইট ডিরেক্টর সুমন রেজা জুম্মান সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেল বাংলা সিনেমার ড্যামিম্যান মনির হোসেন। শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ সিনেমায় অভিনয়ের সময় ১৩ তলা ভবন থেকে হ্যাংগিং এর শর্ট দেওয়ার পর স্ট্রোক করে। সকালে হাসপাতালে নেওয়া হয়। এরপর রাতে তার মৃত্যু হয়।’
বলে রাখা ভালো, ‘ ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আসন্ন কোরবানি ঈদে। এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-এর।
ইএইচ/

