শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ, আয় বেড়েছে কত? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৫, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ, আয় বেড়েছে কত? 

উপমহাদেশ তো বটেই, অন্যান্য মহাদেশেও শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশসম। সর্বশেষ বলিউড বাদশার ‘পাঠান’, ‘জাওয়ান’ আয়ের দিক থেকে বলিউড রেকর্ড গড়ে। বলিউড বাদশা শাহরুখ খান অভিনয় গুণে কোটি কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়েছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতিতে ছাড়িয়ে গেছে অন্য সব তারকাদের। 

এ তো গেল জনপ্রিয়তার কথা। আপনি জেনে অবাক হবেন যে, সারাবিশ্বে ধনী অভিনেতাদের তালিকায় সেরা পাঁচে উঠে এসে শাহরুখের নাম। ‘ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স’ নামের এক টুইটারে এই তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা শাহরুখ। তিনি রয়েছেন চার নম্বরে। 


বিজ্ঞাপন


এখন থেকে আর এই কাজটি করবেন না শাহরুখ খান

প্রথম তিনে তিনজনই হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের, ডোয়াইন জনসন, টম ক্রুজ। এরপরই বাদশাহ। তার আয় ৮৭৬.৫ মিলিয়ন   মার্কিন ডলার। দুই বছরে আয় বেড়েছে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। যার পরিমাণ ২০২৩ ছিল ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার। 

Goulashing_in_Eastern_Europe_(24)

এরপর রয়েছে মার্কিন অভিনেতা-পরিচালক জর্জ ক্লুনি। ৬ষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে রয়েছেন মার্কিন অভিনেতা-নির্মাতা রবার্ট ডি নিরো, মার্কিন অভিনেতা-প্রযোজক ব্র্যাড পিট, মার্কিন-পরিচালক জ্যাক নিকোলসন। 


বিজ্ঞাপন


এদিকে দুইবছর পর প্রকাশিত তালিকায় রদবদল হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধনী অভিনেতার। তবে গতবারের মতো চতুর্থ স্থানে আছেন শাহরুখ খান।

শাহরুখের হাতঘড়ি দিয়ে কেনা যাবে চারটি গাড়ি ও একটি ফ্ল্যাট

শাহরুখ খান বেশ কিছু নামি পণ্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। এ তালিকায় রয়েছে আইসিআইসি, লাক্স, হুন্দাই, এয়ারটেল প্রভৃতি। প্রতিটি প্রতিষ্ঠান তাকে পারিশ্রমিক হিসেবে ৫.৫-১০ কোটি রুপি প্রদান করে থাকে। তাছাড়া এ অভিনেতার রেড চিলিস এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে। 

এদিকে সম্প্রতি গুঞ্জন উঠেছে বলিউড বাদশা নাম লেখাচ্ছেন হলিউডে। মার্ভেল স্টুডিওর সঙ্গে হাত মেলাতে চলেছেন শাহরুখ। ‘ক্যাপ্টেন আমেরিকার’ অ্যাভেঞ্জার্স সাকার চরিত্রে দেখা যেতে পারে!  যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর