মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এখন থেকে আর এই কাজটি করবেন না শাহরুখ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৩, ০৯:২৭ এএম

শেয়ার করুন:

এখন থেকে আর এই কাজটি করবেন না শাহরুখ খান

বক্স অফিসে পাঠানি মেজাজে কামব্যাক করেছেন। আবারও শুটিং ফ্লোরে ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছেন। ‘জওয়ান’-এর কাজ শেষ করে ‘ডাঙ্কি’তে মন দিয়েছেন। এরমধ্যেই নাকি বড়সড় এক সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, ব্যক্তিগত জীবন নিয়ে আর কোথাও কোনো সাক্ষাৎকার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড বাদশা।

খবর যদি সত্যি হয় তাহলে এর কারণ কী? রটনা, ২০২১ সালে মাদক মামলায় ছেলে আরিয়ানের গ্রেফতারি এবং তারপর থেকে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন কিং খান। সাক্ষাৎকারে কখনও এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। এই কারণে আর সংবাদমাধ্যমের সামনে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলতে চান না।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, ২০২১ সালের ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে আটক করা হয় আরিয়ান খানকে। তার ঠিক পরের দিন অর্থাৎ ৩ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে আরিয়ানের মাদক মামলার তদন্ত শুরু হয়। তারপর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। টানা ২৬ দিন জেলে কাটিয়ে জামিন পান শাহরুখপুত্র।

শোনা যায়, সেই সময় বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন শাহরুখ। নাওয়া-খাওয়া ছেড়েছিলেন গৌরী খান। শুটিংয়ের কাজ ফেলে বাড়ি ফিরে আইনজীবীদের সঙ্গে রাতের পর রাত জেগে কাটান বলিউড বাদশা। ছেলে বাড়ি ফেরার পরও শান্তি ছিল না তার মনে। আরিয়ানের জন্য বডিগার্ডেরও বন্দোবস্ত করেছিলেন তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর