মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ জ্বরে ভুগছে দেশ। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়। ছবিটির গান সংলাপ দিয়ে রিলসে মেতেছেন নেটিজেনরা। এর প্রভাব পড়েছে নাটকেও।
আজকাল অধিকাংশ নাটকের গল্পে নায়িকার নাম থাকছে ‘বরবাদে’র নায়িকার নামে। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অভিনেতা শামিম হাসান সরকার।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার নিজের ফেসবুকে শামিম লিখেছেন, ‘‘বরবাদ’ সিনেমা মুক্তির পর যতগুলা নাটকের স্ক্রিপ্ট বা গল্প পাইলাম সব জায়গায় নায়িকার নাম একটাই ‘নীতু’! কেন মেয়ে মানুষের আর নাম হয় না? নাকি আমরা এক জায়গায় ঢুকলে আর বের হতে পারি না?’ ’
‘বরবাদে’ নিতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। অনবদ্য অভিনয় দর্শকের মন জয় করেছেন তিনি।
রোজার ঈদে মুক্তির পেয়েছে ‘বরবাদ’ সিনেমাটি। প্রিয়তমার পর এ ছবিতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

