মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘কঙ্গনা নিষ্পাপ অভিনেত্রী’ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ১০:১১ এএম

শেয়ার করুন:

‘কঙ্গনা নিষ্পাপ অভিনেত্রী’ 

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের রোমান্টিক থ্রিলার সিনেমা ‘গ্যাংস্টার এ লাভ স্টোরি’র গান আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। অনুরাগ বসু পরিচালিত এ ছবিতে অভিনয় দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন কঙ্গনা রণৌত। 

লাখ টাকা বিদ্যুৎ বিল, ক্ষোভ ঝাড়লেন কঙ্গনা


বিজ্ঞাপন


আচরণে যতটা রুক্ষ ততটা আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া দুস্কর। যখন তখন যাকে তাকে খুঁচিয়ে বেড়ান। তবে পর্দায় তিনি এক অনন্য অভিনেত্রী। সৌন্দার্য আর অভিনয় শৈলিতে মহিত করে রেখেছেন আট থেকে আশি সব বয়সী সিনেমাপ্রেমীদের। 

kongona_7

সম্প্রতি ‘গ্যাংস্টার এ লাভ স্টোরি’ছবির ১৯ বছর পূর্তি উপলক্ষে স্মৃতি রোমন্থন করতে গিয়ে কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ মহেশ ভাট। গ্যাংস্টার প্রসঙ্গে প্রযোজকের ভাষ্য, ‘এই সিনেমার প্রত্যেকটি ফ্রেমে ছিল জাদুকরী ছোঁয়া। এই সিনেমার সব থেকে বড় পাওয়া ছিল কঙ্গনা। অনুরাগের সব থেকে বড় আবিষ্কার ছিল ও (কঙ্গনা)।  নিখাদ, নিষ্পাপ অভিনেত্রী। প্রথম ছবিতেই সকলের নজর কাড়ে। এই সিনেমার গল্প, সঙ্গীত সবকিছুই ছিল অসাধারণ।’ 

মহেশ যোগ করেন, ‘এ সিনেমার সব থেকে পজিটিভ পয়েন্ট ছিল আকর্ষনীয় লোকেশন। দক্ষিণ কোরিয়ার ছবির শুটিং করা হয়। প্রীতম চক্রবর্তীর সঙ্গীতের প্রশংসা না করলেই নয়। ইমরান এবং শাইনি দুজনেই অসাধারণ অভিনয় করেছিল। তবে সব থেকে অসাধারণ ছিল কঙ্গনা।’

kongona6

অসাধারণ চিত্রনাট্য, সাউন্ডট্র্যাক এবং অভিনেতাদের অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিল। গ্যাংস্টার শুধু প্রেমের গল্প না, প্রতারণা আর রুদ্ধশ্বাস গল্প। ৫২তম ফিল্মফেয়ার পুরষ্কারে , গ্যাংস্টার ১০ টি মনোনয়ন পেয়েছিল।

বিজেপির প্রার্থী তালিকায় চমক, কঙ্গনা থাকলেও বাদ বহু মন্ত্রী-এমপি

‘গ্যাংস্টার এ লাভ স্টোরি’, ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। অনুরাগ বসু পরিচালিত এই ছবির প্রযোজক ছিলেন মহেশ ভাট। সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম। কঙ্গনা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন ইমরান হাশমি, শাইনি আহুজা, গুলশান গ্রোভার, ভিকি আহুজা। 

ইএইচ

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর