কয়েক বছর ধরেই মি টু মুভমেন্ট নিয়ে সরব বিনোদন দুনিয়ার নারীরা। হলিউড থেকে বলিউড হয়ে টলিউডেও লেগেছে এর ঢেউ। অভিনেত্রীদের অনেকেই নিজেদের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ করেছেন। এবার তালিকায় নাম উঠল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতী জানান, ‘পরিচালক সাজিদ খান খুব খারাপ আর ভয়ঙ্কর মানুষ। লোকটার সঙ্গে আমি আর কখনও মুখোমুখি হতে চায় না। নারীদের অসম্মান করার ব্যাপারে ওর চেয়ে ভালো আর কেউ হতেই পারে না!’
বিজ্ঞাপন
পরিচালক সাজিদ ২০০৪ সালে ‘হে বেবি’ ছবি পরিচালনা করছিলেন। একদিন হঠাৎ অভিনেত্রীকে নিজের অফিসে ডাকেন তিনি। ফোনকল পেয়ে খুবই অনন্দিত ছিলেন। ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘সাজিদ বলেন তোমার সমস্ত পোশাক খুলে অন্তর্বাস পরে বসো। আমি দেখতে চাই, নিজের শরীর নিয়ে তুমি কতটা স্বচ্ছন্দ বোধ করো।’
বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। দেখেশুনে এরপর সাজিদ বললেন, ‘কেন? তুমি কি স্টেজে বিকিনি পরো না? তাহলে সমস্যা কী?’ এরপর আমার বক্ষ ও নিতম্ব নিয়েও কথা বললেন।
ধর্ষণের দৃশ্যে অভিনয় করে শরীর কাঁপছিল, বমিও হয়েছিল: দিয়া মির্জা
বিজ্ঞাপন
জবাবে আমি বলেছিলাম, ‘যদি আপনি আমাকে বিকিনিতে দেখতে চান, তবে সেটা বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে। আমি এখনই কাপড় খুলতে পারব না। অস্বস্তি হচ্ছে’।
‘এসব বলে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসি। এরপর সেদিন সাজিদ আমাকে অন্তত ৫০ বার ফোন করে এই প্রশ্ন করেছিল, আমি কোথায়, কেন আসছি না....ইত্যাদি ইত্যাদি।’
যৌন হেনস্থার শিকার অভিনেতা আমির আলী
বলে রাখা ভালো, ‘মিলে জব হম তুম’, ‘জিনি ঔর জুজু’, ‘সপনা বাবুল কা...বিদাই’ এবং ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় সব হিন্দি ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ ছিলেন নবীনা।
ইএইচ

