সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ট্রেলিয়ায় ‘বরবাদে’র টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন শাকিবিয়ানরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

সর্বশেষ অস্ট্রেলিয়াতে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। সেখানেও হাউজফুল। এমনকী সি

ঈদুল ফিরতের মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘বরবাদ’ দেশের পর বিদেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। ছবি মুক্তির চার সপ্তাহ পেরিয়ে গেলেও দেশের বেশিরভাগ হল ‘বরবাদে’র দখলে। এরইমধ্যে গত ১৮ এপ্রিল আমেরিকার পনেরোটি থিয়েটারে মুক্তি পায়। এরপর মার্কিন মুলুক ছাড়িয়ে মুক্তি পেয়েছে কানাডা ও ইতালিতে। 

এবার আন্তর্জাতিক অঙ্গনে 'বরবাদ', মুক্তি পাচ্ছে যে দেশগুলোতে


বিজ্ঞাপন


সর্বশেষ অস্ট্রেলিয়াতে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। সেখানেও হাউজফুল। এমনকী সিনেমাহলে গিয়ে টিকিটও পাচ্ছেন না দর্শকরা। অস্ট্রেলিয়াতে মুক্তির পর সেখানেও তান্ডবের সূচনা করেছে শাকিবের ছবিটি। 

borbad_1

গতকাল শনিবার (২৬ এপ্রিল) ‘বরবাদ’ মুক্তির প্রথমদিনে সিডনির ব্যাংকস টাউনে দুটি শো রাখা হয়েছিল। প্রথম দিনের দুটি শো পুরোপুরি হাউজফুল গেছে। এমনকী টিকিটি না পেয়ে ফিরেও গেছে দর্শকেরা। 

শাকিবের 'বরবাদ'-এর পাশে বুবলী, নীরব অপু বিশ্বাস


বিজ্ঞাপন


অস্ট্রেলিয়ায় ছবিটি মুক্তি দিয়েছে ঈগল এন্টারটেইনমেন্ট। ঈগল এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই ছবি দেখতে পাচ্ছেন। অনেকে অন্য সিনেমা দেখতে এসে পরে ‘বরবাদ’ দেখতে চাইছেন, কিন্তু টিকিট নেই। তারা আজকের টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন, আগেই সোল্ডআউট। শুরুটা দারুণভাবে হচ্ছে। সামনের দিনগুলো অনেক ভালো যাবে।

Borbad

অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ডেও চলছে ছবিটি। এদিকে শাকিব খানের প্রযোজনা সংস্থা ‘এস কে ফিল্মস’ সামাজিক মাধ্যমে জানিয়েছে আগামী মাসে ‘বরবাদ’ মুক্তি পাবে যুক্তরাজ্য, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে। 

শাকিব খানের 'বরবাদ' দেখল টাইগাররা

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন,টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু আরও অনেকে।

ইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর