স্ত্রী হেইলির সঙ্গে জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারের ছয় বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি। জানা গেছে, মাদকাসক্তির কারণে গায়কের সঙ্গে বিচ্ছেদের কথা ভাবছেন হেইলি।
এরইমধ্যে আইনজীবীর শরণাপন্ন হয়েছেন হেইলি। বিবারের অতিরিক্ত মাদকসেবন ও অস্বাভাবিক আচরণকে নাকি বিচ্ছেদের মূল কারণ হিসেবে দেখছেন। তাদের পাঁচ মাসের সন্তানের ওপর বাবার প্রভাব যাতে না পড়ে, সেজন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত।
বিজ্ঞাপন
গুঞ্জন রয়েছে, বিচ্ছেদের জন্য ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চাইতে পারেন হেইলি। এত মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়াও খ্যাতনামা এই তারকার মনের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট।
এদিকে বিবারের অতিরিক্ত মাদক সেবনের কারণও খুঁজে পাওয়া গেছে। তার বর্তমান অবস্থা সম্পর্কে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকার আশঙ্কায় আতঙ্কগ্রস্ত বিবার।
সেই ভয় কাটাতে তিনি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। ছাপ পড়েছে চেহারায়ও। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিবারের একটি ছবি। দেখে চমকে গেছেন তার ভক্তরা। যেখানে বিপর্যস্তরূপে দেখা গেছে জনপ্রিয় এ তারকাকে। ভক্তদের কাছে স্পষ্ট যে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তিনি।

