বাংলাদেশে এসেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে ঢাকায় আসেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে চলে গেছেন বরিশালে।
বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ‘জয় বাংলা’ উৎসবের আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেই অনুষ্ঠানে যোগ দিতেই বরিশালে গিয়েছেন মিমি।
বিজ্ঞাপন
দেশের জনপ্রিয় শিল্পীরা কনসার্টে গান পরিবেশন করবেন। তারা হলেন—ঐশী, চিশতি বাউল, দোলা, বালাম, আনিকা, পারভেজ ও লুইপা। দু’দিন আগেই তারা বরিশাল পৌঁছেছেন। এ ছাড়া ফোক সম্রাজ্ঞী মমতাজও দর্শক মাতাবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা।
আরএসও

