দেশের বাইরেও ঝড় তুলেছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। কিং খানকে পর্দায় দেখতে সিনেমা হলে লাইন ধরছেন প্রবাসীরা। ইতালীর রোম শহরে মুক্তির প্রথম দিনই রমরমা অবস্থা। দর্শকের উপচে পড়া ভিড় দেখে মনে হচ্ছে এ যেন এক টুকরো বাংলাদেশ।
‘বরবাদে’ র প্রযোজনা সংস্থার ফেসবুকে প্রকাশ করা হয়েছে রোমের একটি সিনেমা হলের ভিডিও ও স্থিরচিত্র। সেখানে দেখা গেছে ছবিটি দেখতে রীতিমতো জনস্রোত বইছে। প্রবাসীদের উন্মাদনায় চোখ আটকে যায়। দেখে মনে হয় এ যেন বাংলাদেশের কোনো সিনেমা হলের চিত্র!

ইতালিতে ‘বরবাদ’ মুক্তি পেয়েছে ২০ এপ্রিল। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে এপি এন্টারটেন্টমেন্ট। এছাড়া শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ-এর পরিবেশনায় যুক্তরাষ্ট্র ও কানাডাতেও চলছে ‘বরবাদ’।
‘বরবাদে’ শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

