বাংলা সিনেমার কথা উঠলেই সেখানে প্রাসঙ্গিক অভিনেতা শাকিব খান। এবার ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার অভিনীত ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর থেকে রমরমা ব্যবসা করছে সিনেমাটি। মুক্তিপ্রাপ্ত সিনেমা গুলোকে পাশকাটিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এ সিনেমা। দেশের বেশির ভাগ হল এখনও ‘বরবাদে’র দখলে।
বিজ্ঞাপন
এরইমধ্যে গত শুক্রবার অন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমা। প্রথমদিনেই আমেরিকার পনেরোটি থিয়েটারে মুক্তি পায়। এরপর পর্যায়ক্রমে বাড়তে থাকে থিয়েটার সংখ্যা, পাশাপাশি ছবিটি এখন মার্কিন মুলুক ছাড়িয়ে মুক্তি পেয়েছে কানাডা ও ইতালিতে।

শাকিব খানের প্রযোজনা সংস্থা ‘এস কে ফিল্মস’ সামাজিকমাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ‘বিশ্বব্যাপী ‘বরবাদ’ ঝড়। আমেরিকা ও কানাডায় হাউজফুল শো। ইতালির রোম এবং ভেনিস শহরে এ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শেষ।’
বিজ্ঞাপন
এদিকে ‘বরবাদে’র আয় প্রসঙ্গে প্রযোজক শাহরিন আক্তার দেশের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা একটা হিসাব করেছি। সেখানে এখন পর্যন্ত সব মিলিয়ে আমাদের গ্রস টিকিট সেল হয়েছে ৫০ থেকে ৫৫ কোটি টাকা।’

তিনি যোগ করেন, ‘বরবাদ’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম। এখন পর্যন্ত সিনেমাটির আয়ও সেই ইঙ্গিত দিচ্ছে। কারণ, এখনো ওটিটি প্ল্যাটফরম থেকে বড় অঙ্কের অর্থ আসবে। এ ছাড়া সামনে আরো সময় রয়েছে প্রেক্ষাগৃহে দাপট ধরে রাখার। সব মিলিয়ে বরবাদ ১০০ কোটির আয় ছাড়াতে পারবে, এমনটা প্রত্যাশা রাখছেন অনুরাগীরাও।’
শাকিব খানের 'বরবাদ' দেখল টাইগাররা
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।
ইএইচ/

