মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পলক বাদ, রাবিনার মেয়ের প্রেমে মজেছেন সাইফপুত্র! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

পলক বাদ, রাবিনার মেয়ের প্রেমে মজেছেন সাইফপুত্র! 

সাইফপুত্র ইব্রাহীম আলী খানের সঙ্গে নাম জড়িয়েছিল পলক তিওয়ারির। গুঞ্জন উঠেছিল, ডুবে ডুবে জল খাচ্ছেন তারা। তবে সেসব এখন পুরনো গপ্পো। এবারের গুঞ্জনের বিষয়বস্তু, পলক অতীত, রাবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানির পেছনে পড়েছেন ইব্রাহীম।

actress-Palak-Tiwari


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহীম আলী খানের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল নেটপাড়া। কিন্তু সম্প্রতি, মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে পলকে 'ভালো বন্ধু'র তকমা দেন ইব্রাহীম। 

New-Project---2025-03-05T092115109_67c7ca3c723cc

এরমধ্যে রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির সঙ্গে দেখা যায় ইব্রাহীমকে। মুম্বইয়ে আইপিএল-এর ম্যাচ দেখতে গিয়েছিলেন তারা‌। সঙ্গে ছিলেন বীর পাহাড়িয়াও। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ত্রয়ী‌। সেখান থেকেই নেটিজেনদের মধ্যে চর্চা শুরু ইব্রাহিম-রাশার সম্পর্ক নিয়ে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই।


বিজ্ঞাপন


officialraveenatandon_1737666636169_1737666636416

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ইব্রাহীমের সিনেমা ‘নাদানিয়া’। এতে তার বিপরীতে ধরা দিয়েছেন শ্রীদেবীকন্যা খুশি কয়াপুর। তবে দর্শকের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সিনেমাটি। এমনকি সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুরও নাতির সিনেমার সমালোচনা করেছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর