সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেড় বছরের মেয়েকে রেখেই আমেরিকায় চলে গেলেন রাজ-শুভশ্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

দেড় বছরের মেয়েকে রেখেই আমেরিকায় চলে গেলেন রাজ-শুভশ্রী

পৃথিবীর আলো দেখার দেড় বছর পূর্ণ হলো রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনির। বড় ছেলে ইউভানের চতুর্থ জন্মদিনে মেয়েকে সামনে আনেন নায়িকা-পরিচালক দম্পতি। গত বছর মেয়ের প্রথম জন্মদিন উদযাপনে ইলাহি আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছিলেন।

আসছে শুভশ্রী-রাজের 'সন্তান', প্রশংসায় ভাসালেন প্রসেনজিৎ


বিজ্ঞাপন


মেয়ের জন্মদিন ঘিরে এতো আয়োজন করলেও আমেরিকায় যাওয়ার সময় মেয়েকে সঙ্গে নিলেন নায়িকা-পরিচালক দম্পতি। বুধবার রাতে আমেরিকার উদ্দেশে ভারত ছাড়েন রাজ-শুভশ্রী। দমদম বিমানবন্দরে পাপারাজ্জিদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে ছেলে ইউভাকে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করছেন।

raj-ezgif.com-avif-to-jpg-converter

এসময় রাজ চক্রবর্তী জানান, ‘ আমেরিকার লস অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে ভারত ছেড়েছেন। ১৯ এপ্রিল লস অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিভ্যালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ ও ‘সন্তান’ সিনেমা দুইটি প্রদর্শিত হবে। সেজন্যই আমেরিকায় যাচ্ছেন।’

স্বামীর প্রাক্তন মিমিকে জন্মদিনে কী উপহার দিলেন শুভশ্রী


বিজ্ঞাপন


ওই ভিডিও নেটদুনিয়ায় দুনিয়ায় ছড়িয়ে পড়লে প্রশ্ন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ-শুভশ্রী ইউভানকে নিয়ে যাচ্ছেন, কিন্তু মেয়ে ইয়ালিনি কোথায়? এদিকে বিমানের বিজনেস ক্লাসে করে আমেরিকা যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে করেছেন অভিনেত্রী।

raj

ওই ছবিতেও অভিনেত্রী-পরিচালকের ছেলেকে দেখা গেলেও একমাত্র মেয়েকে দেখা যায়নি। এর আগে রাজ-শুভশ্রী ইয়ালিনিকে রেখে বন্ধুর জন্মদিন উদযাপনে দুবাই গিয়েছিলেন।

 
বলে রাখা ভালো, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে প্রথম সন্তাব বাবা-মা হয়েচিলে রাজ-শুভশ্রী দম্পত। এরপর ২০২৩ সালের নভেম্বরে তাদের কোল আলো করে আসে মেয়ো ইয়ালিনি।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর