মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আসছে শুভশ্রী-রাজের ‘সন্তান’, প্রশংসায় ভাসালেন প্রসেনজিৎ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

আসছে শুভশ্রী-রাজের ‘সন্তান’, প্রশংসায় ভাসালেন প্রসেনজিৎ 

আগামী ২০ আলোর মুখ দেখতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর ‘সন্তান’ । তাই নিয়ে ভীষণ অপেক্ষা এ দম্পতির। এবার তাদের ‘সন্তান’ কে প্রশংসায় ভাসালেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা এটি রাজ শুভর বায়োলজিক্যাল সন্তান নয়। তাদের সিনেমার নাম ‘সন্তান’ । যেটির পরিচালক রাজ এবং অভিনেত্রী শুভশ্রী। কদিন আগে এসেছে ট্রেলার। সেটিরই প্রশংসা করেছেন বুম্বাদা।


বিজ্ঞাপন


প্রযোজনা সংস্থা এসভিএফের অফিসে প্রসেনজিৎ-রাজের দেখা। দেখা হতেই পরিচালককে জড়িয়ে ধরে সুপারস্টার। ‘সন্তান’ সিনেমার জন্য জানান শুভেচ্ছা। ‘তুমি ট্রেলারটা দেখেছ?’ বুম্বাদাকে প্রশ্ন রাজের। তারকার জবাব, “মারাত্মক! আমি বম্বেতে (মুম্বাই) ছিলাম। ট্রেলার রিলিজ হলো যেদিন সেদিনই দেখেছি… আমাদের পুরনো ছবির মতো।”

রাজ জানান, এতদিন ক্রাইম, অ্যাকশন, রোম্যান্স নিয়ে সিনেমা করছেন এই প্রথমবার তিনি ফ্যামিলি ড্রামা দর্শকের দরবারে আনছেন। তাতেই প্রসেনজিৎ বলেন, “এটা তোর একটা নতুন শুরু।”

বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘সন্তান’। এতে শুভশ্রীকে দেখা যাবে আইনজীবীর চরিত্রে। আরও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী ও অনসূয়া মজুমদার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর