বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

দুঃসময়ে সালমানের পাশে অক্ষয় 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

দুঃসময়ে সালমানের পাশে অক্ষয় 

এই মুহূর্তে সালমান খান ও অক্ষয় কুমারের দশা একই। দুজনের কাছেই সোনার হরিণ বক্স অফিসের সফলতা। সেকারণেই হয়তো সালমানের মনের কষ্ট বুঝতে দেরি করেননি খিলাড়ি। সিকান্দার মুখ থুবড়ে পড়তেই ভাইজানের পাশে দাঁড়িয়েছেন অক্ষয়।

সম্প্রতি দিল্লিতে ‘এক সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে সালমানের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। এই ছবির প্রসঙ্গ তুলে অক্ষয়কে প্রশ্ন কাছে প্রশ্ন করা হয়, বর্তমানে বলিউডে বড় তারকাদের ছবি চলছে না কেন? প্রশ্ন ওঠে, তাহলে ভাইজানের দিন কি শেষ? 


বিজ্ঞাপন


উত্তর দিতে গিয়ে এমন দাবি নস্যাৎ করেন খিলাড়ি। এমনকী কোনোরকম সমালোচনাতেও যেতে নারাজ তিনি। ভাইজানের ‘স্টার পাওয়ারে’র প্রশংসা করে অক্ষয় কুমারের মন্তব্য, “দেখুন আপনারা যেটা বলছেন, ‘সেটা ভুল। এরকম কোনোদিনই ঘটতে পারে না। ‘টাইগার’ এখনও বেঁচে রয়েছে, আর থাকবেও (জিন্দা হ্যায় অউর রহেগা)। আর সলমনের মতো প্রাণোচ্ছ্বল ‘টাইগার’ জীবনে কখনও মরতে পারে না।”

‘সিকান্দার’ নির্মাণ করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও এআর মুরুগাদোস। সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। বিশাল বাজেটের এ সিনেমা ৭ দিনে ছুঁয়েছে মাত্র শত কোটির ঘর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর