সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

রিয়া মনিকে বয়কট করলেন হিরো আলম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

রিয়া মনিকে বয়কট করলেন হিরো আলম

আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলমের বাবা গতকাল মঙ্গলবার রাত ৯টায় মারা গেছেন। সামাজিকমাধ্যমের এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন নিজেই। 

তিন আসনে এমপি পদ ফেরত চান হিরো আলম


বিজ্ঞাপন


দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতার বাবা। এদিকে বাবার অসুস্থতার খবর জেনেও একবারও হাসপাতালে দেখতে আসেননি হিরো আলমের স্ত্রী রিয়া মনি। ক্ষোভ প্রকাশ করে এক পোস্টে তিনি লিখেছেন, আমার জীবন থেকে রিয়া মনি বয়কট। 

hero_alom_bow_2

হিরো আলমের ফেসবুক পেজ হ্যাকারের কবলে!

আলোচিত কনটেন্ট হিরো আলম আক্ষেপ প্রকাশ করে ওই পোস্টে লিখেছেন, ‘রিয়া মনি কে আমার জীবন থেকে বয়কট করলাম। আমার বাবা হাসপাতালে ভর্তি। সে (রিয়া মনি) আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়াই। এমনকি তার পরিবারে কোনো সদস্য আমার বাবাকে দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না। তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে?’ 


বিজ্ঞাপন


hero_alom_bow

কিছুদিনের মধ্যেই মেডল ও অভিনেত্রী রিয়ার আসল পরিচায় জানতে পারবেন। তাকে ভালো পথে আনার চেষ্ঠা করছিলেন জানিয়ে ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রিয়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায়?  খুব শীঘ্রই বুঝতে পারবে সে কত খারাপ।’ 

দেশ স্বাধীন হয়নি, মার খেয়ে বললেন হিরো আলম

বলে রাখা ভালো, রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। তার প্রকৃত বাবা ২০১৭ সালে মারা যান।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর