সাম্প্রতিক বছর গুলো খারাপই যাচ্ছে বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের। উড়ো চিঠিতে প্রাণনাশের হুমকি থেকে শুরু বাসভবনে হামলা, দুশ্চিন্তায় ফেলেছে অভিনেতার ভক্তদের। এর পাশাপাশি জ্যাতিষীর ভবিষ্যদ্বাণী ভাবিয়ে তুলছে ভাইজনের পরিবারকে।
বিজ্ঞাপন
প্রাণনাশের হুমকির কারণে ঈদের আগে মুক্তি প্রাপ্ত ‘সিকান্দার’ সিনেমার প্রমোশন সংক্ষিপ্ত করেছিলেন। গত সোমবার (১৪ এপ্রিল) মুম্বাইয়ের ওরলি থেকে অজ্ঞাতা ব্যাক্তির নাম্বার থেকে সালমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
মুম্বাইয়ের ওরলি পরিবহণ বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হুমকির বার্তায় ওই ব্যক্তি লেখেন, সালমানের মুম্বাইয়ের বাসভবনের ভিতরে হত্যা করা হবে। এমনকি গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন।
বিজ্ঞাপন
অভিনেতার প্রাণনাশের খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেন মুম্বাই পুলিশ। কে এই মেসেজটি করল, তা জানতে তদন্ত শুরু করেন স্থানীয় পুলিশ। প্রাণনাশের হুমকির পেছনে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সম্পৃক্ততা সুর উঠেছিল। ভারতীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে অজ্ঞাত ব্যাক্তির পরিচয় সনাক্ত করেছে মুম্বাই পুলিশ। তবে তদন্তে নতুন জটিলতা তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকির বার্তা পাঠান হয়েছিল, ওই ব্যক্তির নাম ময়ঙ্ক পাণ্ডে। ২৬ বছর বয়সী যুবক রভল গ্রামের বাসিন্দা। তদন্তকারী পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, গত ১১ বছর ধরে তার মানসিক চিকিৎসা চলছে।’
ইএইচ/