শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের ‘ছাম্মাক ছাল্লো’ গানে কারিনা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

ফের ‘ছম্মক ছাল্লো' গানে কারিনা 

ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা আছে বলিউড তারকা কারিনা কাপুরের। সেসব সিনেমায় অভিনয় দিয়েই মুগ্ধ করার পাশাপাশি কাবু করেছেন গানে কোমর দুলিয়ে। তেমনই একটি গান ‘রা ওয়ান’ সিনেমার ‘ছাম্মাক ছাল্লো’ গানটি। নতুন খবর হচ্ছে ফের গানটিতে কোমর দুলিয়েছেন কারিনা।

সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিনা। সেখানে ‘ছাম্মাক ছাল্লো’র তালে পা মেলাতে দেখা যায় অভিনেত্রীকে। যা দেখে তার অনুরাগীরা নস্টালজিয়ায় ভেসেছেন। কারিনার নাচ দেখে নেটিজেনদের বক্তব্য, যত দিন যাচ্ছে তার বয়স কমছে।

kapoor

২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘রা ওয়ান’ সিনেমাটি। এতে কারিনার বিপরীতে ছিলেন শাহরুখ খান। সেসময় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল এ সিনেমা। গানটিও মুখে মুখে ফিরেছে মানুষের। এখনও তা দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। 

কারিনাকে সবশেষ দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায়। এতে তার বিপরিতে ছিলেন অজয় দেবগণকে। গেল বছর  দীপাবলিতে মুক্তি পায় ছবিটি। এতে আরও অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর