মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিনেমার ১০ মিনিট না থাকলে মজাই নষ্ট হয়ে যাবে: ইমরান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১১:৩২ এএম

শেয়ার করুন:

loading/img

আসন্ন ঈদে মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘বরবাদ’ -এর টিজার ও গানে মুগ্ধ হয়েছেন শাকিব ভক্তরা। শাকিবিয়ানরা তো ঈদ উৎসব ‘বরবাদ’ দিয়ে রাঙাবেন বলে মনস্থির করেছেন। তবে বাধ সেধেছে চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড।

বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান


বিজ্ঞাপন


গতকাল সোমবার সিনেমার ছাড়পত্রের জন্য সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। সিনেমাটি হলে মুক্তির জন্য কিছু সংশোধনী দিয়েছে সার্টিফিকেশন বোর্ড। ভায়োলেন্সে আপত্তি জানিয়েছেন বোর্ড কর্তারা। অবজারভেশন গুলো ঠিক করে পুনরায় সেন্সর বোর্ডে জমা দেওয়ার কথা জানিয়েছেন তারা। তবে দাবি উঠেছে আনকাট সিনেমা উপভোগ করতে চান শাকিব ভক্তরা। কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলও মনে করছেন কাঁচি চালালে সিনেমার আসল মজা-ই নষ্ট হয়ে যাবে।   

king-khan_20250324_180943413
 
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘বলিউডের ব্লাকবাস্টার 'অ্যানিমেল’ সিনেমাটা আমি দেশের বাইরে দেখেছিলাম। এরপর যখন সিনেমাটা আমাদের দেশে মুক্তি পেয়েছিল, আমি আবারও দেখতে গিয়েছিলাম। কিন্তু অনেক খানি সিন কেটে দেওয়ায় দ্বিতীয়বার দেখার পরে এনজয় করতে পারিনি।’’

‘কন্যা’ দিয়ে দর্শক মহলে প্রশংসিত সজল

তিনি যোগ করেন, ‘‘বরবাদ’ সিনেমার সাথে এমনটা না হোক। সুপারস্টার শাকিবের সিনেমা আনকাট উপভোগ করতে চাই । একটি সিনেমার ১০ মিনিট না থাকলে হইত সিনেমার আসল মজা টাই নষ্ট হয়ে যাবে।’’


বিজ্ঞাপন


‘বরবাদ’ -এ সার্টিফিকেশন বোর্ডের আপত্তি 

বলে রাখা ভালো, ‘বরবাদে’ শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। এরইমধ্যে টিজার দিয়ে ছবিটি মন জয় করেছে নেটিজেনদের। গানও পেয়েছে সমাদর।

ইএইচ/আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর