দেশের ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম ‘চিরকুট’। দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে সঙ্গীতাঙ্গনে বিচরণ করছে ব্যান্ডটি। তবে বেশ কয়েকবছর ধরে কোনো অ্যালবাম করতে দেখা যায়নি। এবার এ ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি জানিয়েছেন,৮ বছর পর চতুর্থ অ্যালবাম নিয়ে ফিরছেন শ্রোতাদের মাঝে।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) মধ্য রাতে এক পোস্টে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ৮ বছর পর চিরকুট-এর চতুর্থ স্টুডিও অ্যালবাম প্রস্তুত!’

তিনি যোগ করেন, ‘সবটুকু ভালোবাসা আর আবেগ দিয়ে আমাদের সকল প্রেরণার উৎস দেশ-বিদেশে আমাদের অগণিত শ্রোতাদের জন্য তৈরি হয়েছে সম্পূর্ণ মৌলিক সম্পূর্ণ নতুন ১০টি গানের- এ অ্যালবাম।
বিজ্ঞাপন
নতুন অ্যালবামে কাজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি বলেন, ‘মোট ২০টি গান তৈরি হয়েছিল। তার থেকে বেঁছে ১০টি গান নির্বাচন করেছি আপনাদের কাছে পৌঁছে দিতে। আমাদের চেষ্টার কোন ত্রুটি আমরা রাখিনি। শতভাগ সততার সাথে নিজেদের কাজটা মন দিয়ে করার চেষ্টা করেছি।’

সবশেষ অ্যালবামের নামে নিয়ে তিনি লিখেছেন, ‘অ্যালবামের নামও চূড়ান্ত হয়েছে। আশা রাখি জানাবো আগামী সপ্তাহে নতুন মুখ, নতুন গান; বাংলা নতুন বছরের প্রাক্কালে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত আমরা। নিজেদের ভাষায়, চিন্তায়, নিজেদের সৃষ্টির এ শীতল ছায়া ভ্রমণ তৈরি করতে পারার আনন্দ অপার্থিব।’
ম্যাডিসন স্কয়ার গার্ডেন মাতাবে 'চিরকুট'
২০০২ সালে ‘চিরকুট’ ব্যান্ডের জন্ম। এরপর ২০১০ সালে ‘চিরকুট’ তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করে। ‘খাজনা’, ‘কাটাকুটি’, ‘দয়াল’, ‘জাদুর শহর’ গানসহ বেশ কিছু সিনেমায় সংগীত আয়োজন করেছে চিরকুট। ব্যান্ডের প্রতিটা গান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
ইএইচ/

