একের পর এক কিংবদন্তির মৃত্যুতে শোকে স্তব্ধ বলিউড। সম্প্রতি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার (৮ এপ্রিল) শেষ নিঃশ্বাসে ত্যাগ করেন প্রযোজক সেলিম আখতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজকের স্ত্রী শামা আখতার। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
প্রেম না কি যৌনতায় আসক্তি— যা বলেছিলেন তামান্না বিজয়
ওই প্রতিবেদ অনুযায়ী, আজ বুধবার (৯ এপ্রিল) জোহরের নমাজের পর দুপুর ১টা ৩০ মিনেটে তার দাফন সম্পন্ন হয়েছে।

প্রখ্যাত এই প্রয়োজকের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেন অভিনেত্রী রানী মুখার্জি, তামান্না ভাটিয়া-সহ একাধিক বলি তারকা। অভিনেত্রী রানী মুখার্জির বলিউডে অভিষেক হয় ‘রাজা কি আয়েগি বরাত’ ছবির মধ্য দিয়ে। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবির প্রযোজক ছিলেন তিনি।
বিজ্ঞাপন
_20250409_150135494.jpg)
এছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া সিনেমাতে প্রথম অভিনয়ের সুযোগ পান ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদ সা রোশন চেহেরা’। এই ছবিরও প্রযোজনা করেন সেলিম আখতার।
এবার সন্ন্যাসিনী বেশে দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া!
সেলিম আখতার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা-সহ একাধিক বলিউড তারকা।
প্রযোজকের ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে একগুচ্ছ জনপ্রিয় ছবি। এরমধ্যে অন্যতম ‘ফুল অর অঙ্গার’, ‘বাদল’, ‘বাজি’, ‘মেহেন্দি’, ‘আ গলে লাগ জা’, ‘আদমি’, ‘জিগর’ ইত্যাদি।
ইএইচ/

