একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী এফএ সুমন। ‘সখীরে’, ‘ভিতর কান্দে’,‘দরদীয়া’র মতো গানে কণ্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। দীর্ঘদিন ধরেই আলোচনার বাইরে, তবে নিয়মিত কনসার্ট আয়োজনে অংশ নিয়ে সুরের মুর্ছনায় ভাসান শ্রোতাদের।
এবার ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ইঙ্গিত করে এক পোস্টে তিনি লিখেছেন, নকলবাজ সমান সমান সুপারস্টার।
বিজ্ঞাপন
শাকিব খানের বাবা-মা খুব সহজ সরল: বুবলী
ওই পোস্টে সংগীতশিল্পী লিখেছেন, ‘যে যত ভালো নকল করতে পারে সে তত জনপ্রিয় । নকলবাজ সমান সমান সুপারস্টার।’ পোস্টে ‘সুপারস্টার’ লেখার সুবাদে সুমন ভক্তরা ধারণা করেছে তিনি শাকিব খানকে ইঙ্গিত করে পোস্টটি করেছেন।
ওই পোস্টের মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। নেটগরিকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রায়। একজন লিখেছেন, ‘আপনাকে কেউ নকল করতে নিষেধ করেছে?’ অন্য একজন লিখেছেন, ‘আপনি হারিয়ে গেছেন, সুপারস্টাররা ঠিকই আছে।’ কেউ কেউ আবার শাকিবকে মেনশন করে কটাক্ষ করছেন। তবে কোনো মন্তব্যের জবাব দেননি এফএ সুমন।
বিজ্ঞাপন
বলে রাখা ভালো, গত রবিবার (৬ এপ্রিল) মা’কে হারিয়েছেন এই জনপ্রিয় শিল্পী। তার পুরো নাম ফারুক আহমেদ সুমন হলেও গানের জগতে তাকে সবাই এফএ সুমন নামেই চিনেন। ২০০০ সালে মিউজিক শুরু করলেও তার প্রথম একক অ্যালবাম ‘মেয়ে জানো কি’ মুক্তি পায় ২০০৮ সালে।
ইএইচ/

