রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোটেলে মারামারি, মালাইকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

মালাইকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

কোমর দুলিয়ে বাজার গরম করেন বলিউড আইটেম গার্ল মালাইকা। রাজা-প্রজা সবাই এ লাস্যময়ীর সৌন্দর্যে মুগ্ধ। তবে এবারের ঘটনা ভিন্ন। মারামারির ঘটনায় আইনি বিপাকে মালাইকা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

২০১২ সালের ঘটনা। এক হোটেলে সাইফ আলী খানের সঙ্গে ঝগড়া হয় ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে। যা গড়ায় হাতাহাতিতে। সাইফের আক্রমণে ওই ব্যক্তি নাকে আঘাত পান। তার নাকের হাড়ও নাকি ভেঙে যায়।

malaika-20230117070346_20250322_122902114

ওই ঘটনায় সাইফের সঙ্গে ছিলেন কারিনা কাপুর, কারিশ্মা কাপুর, মালাইকা আরোরা,অমৃতা আরোরা ও আরও অনেকে। ফলে নাম জড়ায় পর্দার মুন্নির। সেই মামলার মালাইকার বিরুদ্ধে জামিনযোগ্য সমন জারি করেছেন মুম্বাইয়ের একটি আদালত। 

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, চলতি মামলার মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেটকে এস জানওয়ার ঘটনার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করছেন। মালাইকা আরোরাকে সাক্ষ্য প্রদাণের জন্য গত ১৫ ফেব্রুয়ারি জামিনযোগ্য সমন পাঠানো হয়। 

malayka_20241411001_20250322_122920248

কিন্তু অভিনেত্রী আদালতে অনুপস্থিত ছিলেন। সেই কারণেই অভিনেত্রীকে পুণরায় আদালতে হাজির হওয়ার বিষয়ে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত। মামলার আগামী শুনানির দিন ২৯ এপ্রিল। তবে বিষয়টি নিয়ে এখনও মন্তব্য করেননি মালাইকা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর