টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে শোবিজে ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন। অপ্রিয় সত্য মুখের ওপর বলতে ভালোবাসেন টলিউড অভিনেত্রী। সচরচার সব বিষয়ে নক গলাতে দেখা যায় অভিনেত্রীকে।
এবার ঠাকুরপুকুর বাজারে গাড়ি চাপা দিয়ে পথচারীকে হত্যার দায়ে গ্রেফতার পরিচালক সিদ্ধান্ত দাসকে জামিনে মুক্তি দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন এ অভিনেত্রী।
বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় লম্বা এক পোস্টে স্বস্তিকা লিখেছেন, ‘এতদিন জানতাম নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান গুরুত্বর অপরাধ। ধরা পড়লে পুলিশ কোনো কথা শোনে না। কোনো রকম ক্ষমতা, পরিচিতি - আমি কে জানো, আমি কার ছেলে জানো - এই মার্কা এটিটিউড কাজ করে না। সোজা কারাগার। কলকাতায় নাকি পুলিশ এই নিয়ে খুবই কড়াকড়ি করে। তাই জানি এবং তাই দেখেছি। কড়া নাকাবন্দি, চেকিং, গাড়ি তে মহিলা থাকলেও কোনো আপোষ নয়।’
গাড়ি চাপায় পথচারী নিহত, পরিচালক গ্রেফতার
এরপরই স্বস্তিকার প্রশ্ন, ‘তাহলে এত মারাত্মক একটা ঘটনায় সবাই কী করে জামিন পেয়ে গেল? যে মহিলা বাজার থেকে পালাল তাকে নাকি ধরা হয়নি। সে কে? তাকে ছেড়ে দেওয়া হল কেন? যে রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ সেই রাস্তায় গাড়ি চাপা দিয়ে একজনকে মেরে ফেললো। এতজন হাসপাতালে। এত রকম খবর ঘুরছে যে সঠিক কজন আহত হয়েছে তা বোঝা কষ্ট। কিন্তু একজন এর মৃত্যু টাকি ইয়ার্কি?’
বিজ্ঞাপন
অভিনেত্রী যোগ করেন, ‘এমন নৈরাজ্য ঘটনা। মদপান করে এলোপাথারি গাড়ি চালিয়ে পথচারীকে মেরে ফেললেও যদি কোনো শাস্তি না হয়। রাতারাতি জামিন পেয়ে তারা যে যার বাড়ি গিয়ে শান্তি তে ঘুমিয়ে পড়ে। তাহলে আর আইন বা ট্রাফিক আইনের কোনো দরকার নেই। যে যা ইচ্ছে তাই করবে। গাড়ি চাপা দেবে, খুন করবে, রেপ করবে। তারপর কোনো শাস্তি হবেনা। যার বাড়ির লোক সকালে বাজারে এসে প্রাণ হারাল। আর যারা হাসপাতালে জীবন নিয়ে লড়ছে এর দায় কার? তাদের জবাবদিহি কে করবে? তাদের কি হবে?’
সাগরপাড়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি, প্রেমের ইঙ্গিত স্বস্তিকার!
অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে লিখেছেন, ‘সহ্যের একটা সীমা থাকে। সবাই দেউলিয়া হয়ে গেছি আমরা। এদের বাঁচানোরও লোক আছে? শাস্তি না পেলে এর শেষ কোথায়? গাড়ি যে চালাচ্ছিল এবং গাড়িতে যে দুইজন মহিলা ছিল তারা সমান আপরাধী। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।
সবশেষ পুলিশের দিকে খোঁচ দিয়ে লিখেছেন, ‘পাড়ার মধ্যে একদিন হেলমেট ছাড়া স্কুটিতে ঔষুধ কিনতে গেছিলাম। পুলিশ আটকে দিয়েছিল। হাজার একটা কৈফিয়ত চাইল। মানুষ মেরে ফেলেছে যারা তাদের ব্যাপারে চুপ থাকলে তো হবেনা। লোক বুঝে নিয়ম পাল্টালেও হবেনা। চেংড়ামো হচ্ছে নাকি? সবার জন্য এক নিয়ম। কঠোর শাস্তি।’
পুরুষের পদোন্নতি হলে পরিশ্রম, নারীর ক্ষেত্রে শরীরের বিনিময়: স্বস্তিকা
বলে রাখা ভালো। গত রবিবার (৬ এপ্রিল) সকালে ঠাকুরপুকুর বাজারে ডিএইচ রোডে ৬ পথচারীকে ধাক্কা দেয় পরিচালক সিদ্ধান্ত দাস। এ ঘটনায় একজনের মৃত্য়ুও হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন টলিউড পরিচালক । এই খবর ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় উঠেছে টলিপাড়াতেও।
ইএইচ/

