টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে শোবিজে ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন। অভিনয়জীবনে উপহার দিয়েছেন এক গুচ্ছ দর্শকপ্রিয় সিনেমা। বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন হিন্দি সিনেমাতেও।
আমিও তো সন্তানের মা, কোটা আন্দোলন নিয়ে আবেগী স্বস্তিকা মুখার্জি
বিজ্ঞাপন
মাত্র আঠারো বছর বয়সে গাঁটছড়া বাঁধেন প্রমিত সেনের সঙ্গে। কিন্তু বেশি দিন টেকেনি অভিনেত্রীর সংসার। বিচ্ছেদের দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। আর এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
বিজ্ঞাপন
গত শনিবার ২২ মার্চ পন্ডিচেরির সমুদ্র সৈকতে বালুর ওপর বসে পা দুটি হালকা জলে ভিজিয়ে চাঁদের আলোয় বসে আছেন অভিনেত্রী। তবে তিনি একা নন। পাশেই বসে রয়েছেন এক ব্যক্তি। তবে দুইজনের মুখ স্পষ্ট নয় কারণ ছবিটি পেছন থেকে তোলা।
ওই ছবির পোস্টে তিনি লিখেছেন, ‘তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা’।
যৌন হেনস্তা কোনো তুচ্ছ ঘটনা নয়: স্বস্তিকা মুখার্জী
দুইজনের পাশাপাশি বসে থাকা ছবি দেখে নেটিজেনরা ধারণা করছেন, নতুন প্রেমে পড়েছেন জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত এ অভিনেত্রী। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। একজন লিখেছেন, সঙ্গে কে? জামাই নাকি? অন্য একজন লিখেছেন, ‘পাশে বসে থাকা ব্যাক্তিটা পরিচালক সৃজিত মুখার্জি।’ তবে প্রেমের বিষয় কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
ইএইচ/ আরআর