ক্যারিয়ারের প্রথম সিনেমায় বনি সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধেছিলেন কৌশানি মুখার্জী। অভিনয়ের সূত্র ধরেই একে অপরের কাছাকাছি আসেন তারা। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। অন্য অনেক তারকার মতো নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি এই প্রেমিক জুটি।
কাজের ব্যস্ততায় এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি বনি-কৌশানি। তবে স্ত্রীর মতোই বনির পাশে ছায়ার মতো থাকছেন কৌশানি। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোবাসার মানুষটির সঙ্গে আলোচনা করে নেন বনি। তবে অনুরাগীদের অনেকেই তাদের বিয়ে নিয়ে প্রশ্ন করেন। কবে বিয়ে করছেন বনি-কৌশানি—জানতে চান তারা। এবার সে প্রশ্নের উত্তর দিলেন কৌশানির বাবা।
বিজ্ঞাপন
১৭ মে ছিল কৌশানির জন্মদিন। এদিন শহরের একটি রেস্তরাঁয় খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন নায়িকার বাবা। সেখানেই এক সাক্ষাৎকারে বনি-কৌশানির বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন কৌশানীর বাবা। তিনি বললেন, ‘২০২৪ সালে ওদের বিয়ে হবে।’
বাবার কথা শুনে খানিকটা অস্বস্তিতে কৌশানি। হবু শ্বশুরের কথা শুনে হেসে উঠলেন বনিও। তবে বাবার উত্তরে তেমন কোনও বাধাও দেননি। যদিও তারিখ বা বিয়ে সম্পর্কিত আর কোনও তথ্য জানা যায়নি।
এদিকে গত বছর যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন তারা। দুজনের নামের প্রথম অক্ষর পাশাপাশি বসিয়ে নাম রেখেছেন— বি কে এন্টারটেইনমেন্ট। বর্তমানে নিজেদের প্রযোজিত প্রথম ছবি নিয়ে ব্যস্ত তারা।