বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদের সিনেমা

শাকিব একাই ১২০, বাকিরা কে কত হল পেল? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

আজ রোববার আকাশে চাঁদ উঁকি দিলে আগামীকাল সোমবার রোজার ঈদ। দিনটিকে ঘিরে মুক্তির অপেক্ষায় ৬ সিনেমা। ছবিগুলো হচ্ছে ‘বরবাদ’, ‘অন্তরাত্মা’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ও ‘জ্বীন ৩’। চলুন জেনে নেওয়া যাক কোন সিনেমা কয়টি হল পেল।

সিনেমা হলের সংখ্যার দিক থেকে মেগাস্টার শাকিব খানের ধারে কাছে কেউ নেই। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে তার ‘বরবাদ’ পেয়েছে ১২০টি হল। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়। 


বিজ্ঞাপন


আফারান নিশোর ‘দাগি’ সিনেমাটিকে সবাই প্রতিযোগিতায় ‘বরবাদ’-এর পরে রাখলেও হলের সংখ্যায় শাকিব খানের আশে পাশে নেই। ছবিটির প্রযোজনা সংস্থা জানিয়েছে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেলস্ক্রিন মিলিয়ে ছবিটি ১৪টি হলে প্রদর্শিত হবে। 

টিজার ট্রেলার দিয়ে দর্শকের আগ্রহ জাগিয়েছে সিয়াম আহমেদের ‘জংলি’। কত হল জুটেছে তা এখনও নিশ্চিত করেননি ছবির পরিচালক এম রাহিম। তবে বুকিং এজেন্ট জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এরইমধ্যে ‘জংলি’ ৩০টির মতো হল চূড়ান্ত করেছে। 

এদিকে সিঙ্গেল স্ক্রিনে অনীহা মুক্তিপ্রতীক্ষিত জ্বীন ৩ ও চক্কর ৩০২-এর। দেশের সবগুলো মাল্টিপ্লেক্সে চলবে ছবি দুটি। জ্বীনের পরিচালক কামরুজ্জামান রোমান সংবাদমাধ্যমকে বলেন, ‘ছবিটিতে অনেক গ্রাফিকসের কাজ আছে। সেগুলো সাধারণ হলগুলোতে স্পষ্ট দেখা যায় না। তাই আমরা মাল্টিপ্লেক্সগুলোকে প্রাধান্য দিচ্ছি। ছবির রেন্টাল নিয়ে এখনই বলতে চাই না। ব্যাবসায়িক পলিসির কারণে হয়তো কেউ বলবেও না। তবে আমাদের ইনভেস্টের বেশির ভাগই রিলিজে উঠে আসবে বলে মনে করছি।’

‘চক্কর ৩০২’-এর নির্মাতা শরাফ আহমেদ জীবন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঈদে ছবিটি শুধু মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি দিতে চাই। সেই অনুযায়ী স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা, যমুনা ব্লকবাস্টার, লায়নস সিনেমাস চূড়ান্ত হয়েছে। পরে দর্শকের চাহিদা অনুযায়ী আমরা সিঙ্গল স্ক্রিনগুলোতে ছবিটি মুক্তি দেব।’


বিজ্ঞাপন


এদিকে বরবাদ ছাড়াও অন্তরাত্মা নামে শাকিবের আরও একটি ছবি মুক্তি পাচ্ছে এ ঈদে। এ ছবির ব্যবস্থাপক রুহুল আমিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এরইমধ্যে আমাদের সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস চূড়ান্ত হয়েছে। এ ছাড়া ১৩টি সিঙ্গল স্ক্রিনও চূড়ান্ত। আজ [শনিবার] সন্ধ্যায় আরও কয়েকটি হল চূড়ান্ত হবে। আসলে ছবির হলসংখ্যা দিয়ে মান বিচার হয় না। আমার ছবির মেরিট থাকলে দ্বিতীয় সপ্তাহ থেকে হল আরো বাড়বে, বাড়বে রেন্টালও।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর