অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের এক কনসার্টে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর মঞ্চে উঠে ‘অপমানিত’ হয়েছেন নেহা কক্কর। গায়িকা মঞ্চে উঠতেই তাকে দেখে দুয়ো ধ্বনি দিতে থাকেন মেলবোর্নের শ্রোতারা। ‘গো ব্যাক’ স্লোগানে শুনে মঞ্চে দাঁড়িয়েই অঝোরে কাঁদতে শুরু করেছিলেন গায়িকা।
বিজ্ঞাপন
কাঁদতে দেখে দর্শকদের কেউ কেউ চিৎকার করে বলেন, ‘খুব ভালো অভিনয় হচ্ছে। নাটক কম করুন, এটা ইন্ডিয়ান আইডল নয়।’ তারপর আর পাল্টা জবাব দিতে পারেননি তিনি। মাত্র ঘণ্টাখানেক গান গেয়েই মঞ্চ ছাড়েন নেহা।
আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার প্রতিক্রিয়ায় জানিয়ে এক ফেসবুক পোস্টে দিয়েছেন গায়িকা। তিনি লিখেছেন, ‘সত্যিটা জানার জন্য অপেক্ষা করুন শুধু। সত্যি জানতে পারলে পরে অবশ্যই আপনার অনুতাপ হবে।” এর সঙ্গে দুঃখের একটি ‘ইমোজি’ও জুড়ে দেন গায়িকা। নেহার বক্তব্য, কোনও যুক্তিসঙ্গত কারণেই তিনি ঠিক সময়ে অনুষ্ঠানে পৌছাতে পারেননি। তবে সেই কারণ এখনও প্রকাশ্যে আসেনি।
বিজ্ঞাপন
বলে রাখা ভালো, কনসার্টের মঞ্চে গাইতে উঠে প্রথমে ক্ষমা চেয়ে নেহা বলেন, ‘আপনারা সত্যিই ভালো। অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনো কাউকে এতটা অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন।
আমি খুবই দুঃখিত। এটা একটা সত্যিই বড় বিষয়। এই সন্ধ্যাটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বের করেছেন। শোয়ের শেষে যাতে সবাই আপনারা নাচেন তার দায়িত্ব নিচ্ছি আমি।
নেহা, প্রাচী, জেরিন নাকি শেহনাজ— শাকিবের নায়িকা হচ্ছেন কে?
এদিকে ওই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ সরব হয়েছেন গায়িকার ভাই টনি কক্কর। তিনি ভক্তদের খোঁচা দিয়ে লিখেছেন, ‘অনুরাগীরাও তো কাঁদেন। তাদের কান্না যদি সত্যি হয়, তা হলে শিল্পীদের কান্না মিথ্যে হবে কেন?’
ইএইচ/